দুনিয়ায় রামের মন্দির অনেক, সেতু একটাই! শ্রীরামের নাম নিয়ে কেরিয়ার বাঁচানোর লড়াইয়ে অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘রাম সেতু’র  (Ram Setu) বহু প্রতীক্ষিত ট্রেলার মুক্তি পেল অবশেষে। পৌরাণিক গুরুত্ব সম্পন্ন রাম সেতুকে বাঁচানোর মিশনে সামিল হচ্ছেন অক্ষয়, নুসরত ভারুচা এবং জ‍্যাকলিন ফার্নান্ডেজ। এক বছর ধরে শুটিং করার পর অবশেষে দর্শকদের সামনে আনা হল প্রথম ঝলক। রাম নাম নিয়ে ঝাঁপালেন অক্ষয়।

রাম সেতু ছবিটি নিয়ে আগে থেকেই একাধিক বিতর্ক দানা বেঁধেছিল। ছবিতে তথ‍্যগুলি ভুল ভাবে উপস্থাপনা করার অভিযোগ উঠেছিল। কিন্তু সেসব বিতর্ক পেরিয়ে টিজার প্রকাশ‍্যে এসেছিল মাস খানেক আগে। এবার রাম সেতুর ট্রেলারও প্রকাশ‍্যে আনলেন নির্মাতারা।

Akshay ram setu
ট্রেলারে দেখা যায়, রাম সেতু ধ্বংস করে দেওয়ার অনুমতি পাশ হয়ে গিয়েছে। তার আগেই অক্ষয় ও তাঁর টিমকে পাঠানো হয় রাম সেতুর বাস্তবতা প্রমাণ করার জন‍্য। তারপর নানান ঘটনার মধ‍্যে দিয়ে যায় ট্রেলার। শেষে দেখানো হয়, অক্ষয় জলের উপর দিয়ে হেঁটে আসছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘দুনিয়ায় শ্রীরামের মন্দির অনেক আছে। কিন্তু সেতু একটাই।’

ছবিতে একজন পুরাতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়, যিনি আগে নাস্তিক থাকলেও পরে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হয়ে ওঠেন। শেষমেষ রাম সেতুকে অক্ষয় ও তাঁর দলবল বাঁচাতে পারবে কিনা তা জানা যাবে আগামী ২৫ অক্টোবর। ওইদিনই হলে মুক্তি পাবে রাম সেতু।

এর আগে টিজারেও ব‍্যাকগ্রাউন্ডে ‘রাম নাম’ উচ্চারণ শোনা গিয়েছিল। অক্ষয় ভক্তরা ইতিমধ‍্যেই ঘোষনা করেছেন, এই ছবি ব্লকবাস্টার হবেই। এমনকি বয়কট বাহিনীর একাংশও বেশ খুশি ছবির বিষয়বস্তু নিয়ে, যা ছবি নির্মাতাদের জন‍্য বড় স্বস্তির বিষয়। মুম্বই ছাড়াও দমন এবং দিউ আর উটির কাছে শুট করা হয়েছে ছবিটি।

 

উল্লেখ‍্য, ছবিটি নিয়ে ইতিমধ‍্যেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সাংসদ সুব্রহ্ম‍্যণম স্বামী অভিযোগ করেছেন, রাম সেতু ছবিতে তথ‍্যগুলিকে ভুল ভাবে দেখানো হয়েছে। তাই ছবির অভিনেতা অক্ষয় এবং প্রযোজনা সংস্থা কর্ম মিডিয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন তাঁর আইনজীবী।

অপর একটি টুইটে তিনি লিখেছেন, অক্ষয় কুমার যদি একজন বিদেশি নাগরিক হন তাহলে তাঁকে গ্রেফতার করে দেশ থেকে বের করে দেওয়া হোক বলেও দাবি জানিয়েছেন সুব্রহ্মণ‍্যম স্বামী। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি অক্ষয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর