শিবলিঙ্গে দুধ ঢেলে নষ্ট করব কেন? ‘ও মাই গড’ এর প্রচারে বলেছিলেন অক্ষয়! প্রকাশ‍্যে দু মুখো মানসিকতার ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সবথেকে ব‍্যস্ততম অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। বছরে অন্তত দু তিনটে ছবি মুক্তি পায় তাঁর। দীর্ঘ অভিনয় কেরিয়ারে বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর চরিত্র এবং ছবির সঙ্গে সঙ্গে বদলাতে থাকেন নিজের প্রচার করার ধরণও। যেমন ‘ও মাই গড’ (Oh My God) ছবির প্রচারের সময়ে অক্ষয় জোর গলায় প্রশ্ন তুলেছিলেন, শিবলিঙ্গে দুধ বা বজরঙ্গবলীর মূর্তিতে তেল ঢালা নিয়ে। আবার ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির প্রচারের সময়েই অন‍্য রূপ দেখা গেল অক্ষয়ের।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অক্ষয়ের ‘দু মুখো’ মানসিকতাটা খুব স্পষ্ট ভাবেই চোখে পড়েছে নেটিজেনদের। দুটি ভিডিও জুড়ে বানানো হয়েছে মূল ভিডিওটি। প্রথমটি ‘ও মাই গড’ ছবির প্রচারের সময়কার। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। আস্তিকতা নাস্তিকতা মিলেমিশে এক হয়ে গিয়েছিল সে ছবিতে।

akshay kumar afp 1107629 1652092998
অক্ষয় অভিনয় করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের চরিত্রে। ছবির গল্পের ধরণের মতো করে প্রচার করেছিলেন অক্ষয়। এক সাক্ষাৎকারে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, শিবলিঙ্গে দুধ ঢালার যৌক্তিকতা নিয়ে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “ঈশ্বরের জন‍্য এত দুধ আর তেল নষ্ট করছেন কেন? কোথায় লেখা আছে যে মহাদেব বলেছেন, আমাকে দুধ দিতে আর হনুমানজি বলেছেন, আমাকে তেল দিতে। মন্দিরগুলোতে কত জিনিস নষ্ট হয়! এগুলো বন্ধ হওয়া উচিত।”

পরে আরো একটি অনুষ্ঠানে অক্ষয় বলেন, “শিবলিঙ্গে বা অন‍্যান‍্য দেবমূর্তিতে দুধ ঢেলে নষ্ট করার কী প্রয়োজন? আমি ছয় মাস অন্তর বৈষ্ণোদেবীতে যেতাম আর দু তিন লাখ টাকা খরচ করতাম। একদিন আমার মনে হল এই টাকাটা এভাবে কেন নষ্ট করছি? আর বিশ্বাস করুন সেদিন আমি টাকাটা গরীবদের মধ‍্যে বিতরণ করেছিলাম। আর তাদের মধ‍্যে দিয়ে আমি বৈষ্ণোদেবীর দর্শন করেছিলাম।”

https://www.instagram.com/p/CeL61JvJV-1/?igshid=YmMyMTA2M2Y=

এর পরের ভিডিও সাম্প্রতিক সময়ের‌। ‘সম্রাট পৃথ্বীরাজ’ মুক্তির আগেকার। দশ বছর আগে যে কথাগুলো অক্ষয় বলেছিলেন এখানে তার সম্পূর্ণ ভিন্ন রূপ দেখা গিয়েছে। অন‍্যদের দুধ ‘নষ্ট’ না করার পরামর্শ দিয়ে তাঁকেই দেখা গিয়েছে শিবলিঙ্গে দুধ ঢালতে। সব দেখেশুনে অক্ষয়কে ‘সুবিধাবাদী’ তকমা দিয়েছেন নেটনাগরিকরা।

তাদের প্রশ্ন, দশ বছর আগে যে কথাটা বলেছিলেন সেটা এখন ভুলে গেলেন কীকরে অক্ষয়? নাকি ছবির প্রচারের জন‍্যই মুখোশ পরে ঘুরে বেড়ান তিনি? নজর কাড়তে সময় সুযোগ মতো রূপ দেখান অক্ষয়। এতদিনে তাঁর দুমুখো স্বভাবটা প্রকাশ পেয়েছে। এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটনাগরিকরা। অবশ‍্য প্রচার করেও বিশেষ লাভ হয়নি। কারণ বক্স অফিসে দাঁত ফোটাতে পারেনি সম্রাট পৃথ্বীরাজ।


Niranjana Nag

সম্পর্কিত খবর