কলকাতাবাসীর মন জিততে হলুদ ট‍্যাক্সিতে হাজির অক্ষয়, আর্জি জানালেন, ছবি বয়কট করবেন না

বাংলাহান্ট ডেস্ক: বয়কটের হুমকিকে ডোন্ট কেয়ার করে ছবি মুক্তির জন‍্য কোমর কষছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এক বছরে একাধিক ছবি রিলিজ করার জন‍্য জনপ্রিয়তা আছে তাঁর। এই নিয়ে ২০২২ এর দ্বিতীয় ছবি মুক্তির জন‍্য প্রস্তুত হচ্ছেন অভিনেতা। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে ‘রক্ষা বন্ধন’।

এই ছবির উপরে বড় বাজি রেখেছেন অক্ষয়। এর আগে ‘সম্রাট পৃথ্বীরাজ’ চরম ফ্লপ হয়েছিল বক্স অফিসে। তাই রক্ষা বন্ধন হিট করানোর জন‍্য কোনো কসুর বাকি রাখছেন না অক্ষয়। হালের ট্রেন্ড মেনে এ রাজ‍্য থেকে ও রাজ‍্য ঘুরে ঘুরে প্রচার করছেন তিনি। সঙ্গী হয়েছেন অনস্ক্রিন বোনেরা।

Akshay 3
ইতিমধ‍্যে ইন্দোর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, জয়পুর ঘুরে ফেলেছেন অক্ষয়। কোথাও বোনেদের স্ট্রিট ফুড খাইয়েছেন, কোথাও প্রাণ ভরে শপিং করিয়েছেন। জয়পুরে গিয়ে রাখি নির্মাতাদের কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। এবার তিনি পা রাখলেন তিলোত্তমায়।

বিমানবন্দর থেকেই বোনেদের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অক্ষয়। কলকাতায় পা রেখেই চেপেছেন ঐতিহ‍্যবাহী হলুদ ট‍্যাক্সিতে। বৃষ্টিভেজা কলকাতায় রাস্তার পাশে পোজ দিয়ে ছবি তুলেছেন। ক‍্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘আমার বোনেদের সঙ্গে হলুদ ট‍্যাক্সিতে চেপে কলকাতা দর্শন।’

https://www.instagram.com/p/Cg_m61xJPFS/?igshid=YmMyMTA2M2Y=

ইদানিং বলিউড হোক বা দক্ষিণের টলিউড, গোটা দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে ছবির প্রচার করার ট্রেন্ড হয়েছে। তেলুগু ব্লকবাস্টার ‘আর আর আর’ এর প্রচারে যেমন রাজামৌলি সহ রাম চরণ, জুনিয়র এনটিআর এসেছেন কলকাতায়, তেমনি বলিউডের ‘ভুলভুলাইয়া ২’ এর প্রচারে কার্তিক আরিয়ানও এসে হাওড়া ব্রিজে চড়েছেন হলুদ ট‍্যাক্সিতে।

ট্রেন্ড মেনে এলেন অক্ষয়ও। তবে সমানে এদিক ওদিক ঘুরে ঘুরে প্রচার করতে ক‍রতে বেশ ক্লান্ত তিনি। কিন্তু থামলে তো চলবে না। কলকাতা ঘুরে তিনি যাবেন লখনউ, তারপর দিল্লি। অক্ষয়ের কথায়, ছবি তৈরি করাটা খুব সহজ। কিন্তু প্রচার করতে গিয়ে জীবন বেরিয়ে যায়!

https://www.instagram.com/p/Cg-2y7RoUuB/?igshid=YmMyMTA2M2Y=

অন‍্যদিকে সোশ‍্যাল মিডিয়ায় এখনো অব‍্যাহত ‘বয়কট রক্ষা বন্ধন’ ট্রেন্ড। এ বিষয়ে কলকাতায় অক্ষয় বলেন, “এটা একটা স্বাধীন দেশ। যার যা খুশি তাই করতে পারে। কিন্তু এই দুটো ছবি (রক্ষা বন্ধন ও লাল সিং চাড্ডা) দেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করবে। আমরা সবথেকে বড় আর মহান দেশ হওয়ার দিকে এগোচ্ছি। আমি সবাইকে আর্জি জানাব এসব (ট্রেন্ড) না করতে।”


Niranjana Nag

সম্পর্কিত খবর