বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) মোকাবিলায় এবার পুলিসকর্মীদের হাতে বিশেষ রিস্ট ব্যান্ড তুলে দিলেন অক্ষয় কুমার (Akshay kumar)। করোনা আক্রান্ত কোনও ব্যক্তি কাছাকাছি থাকলেই এই বিশেষ রিস্ট ব্যান্ড সতর্ক করে দেবে। ফলে করোনার সঙ্গে যুদ্ধে আরও সুরক্ষিত থাকতে পারবেন পুলিসকর্মীরা।
মুম্বই পুলিসের হাতে ১০০০টি ভাইটাল ৩.০ নামের এই বিশেষ রিস্ট ব্যান্ড তুলে দিয়েছেন অভিনেতা। এই বিশেষ ব্যান্ডটির নির্মাতা সংস্থা হল GOQii। এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অক্ষয়। ওই সংস্থার দাবি, করোনা আক্রান্ত কোনও ব্যক্তি কাছাকাছি আসলেই এই ব্যান্ডের স্ক্রিনে তা ধরা পড়বে। এমনকি সেই ব্যক্তি করোনার প্রাথমিক স্টেজে থাকলেও এই ব্যান্ড তা ধরতে সক্ষম। শরীরের তাপমাত্রাও মাপতে পারবে এই রিস্ট ব্যান্ড।
এর আগে করোনা মোকাবিলায় মুম্বই পুলিস ফাউন্ডেশনকে ২ কোটি টাকা অর্থসাহায্য করেছেন অক্ষয়। বারংবার নানা ভাবে করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা।
তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল পিএম কেয়ারসে ২৫ কোটির অনুদান দিয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয়, ২৫ কোটির পর আরও তিন কোটি টাকা করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য করেন বলিউডের ‘খিলাড়ি কুমার’। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসিকে আর্থিক অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন অক্ষয়।
তারপর থিয়েটার কর্মীদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয়। লকডাউনে তাদের দুর্দশার কথা শুনে চলতি মাসের বেতনের ব্যবস্থা করেছেন অভিনেতা।