পরপর সব ছবি ফ্লপ হচ্ছে, দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয়!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ব্যস্ততম অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। এক সময় সফলতমও ছিলেন। কিন্তু এখন পাশা পালটে গিয়েছে। পরপর ছবি ফ্লপ হচ্ছে অক্ষয়ের। ‘সম্রাট পৃথ্বীরাজ’ চূড়ান্ত ব্যর্থ করেছে দর্শকদের। ‘রক্ষা বন্ধন’ নিয়ে যাও বা প্রত্যাশা তৈরি হয়েছিল তাতেও নিজের হাতেই জল ঢেলে দিয়েছেন অক্ষয়। এবার অক্ষয় বললেন, পরপর ছবি ফ্লপ হতে দেশ ছাড়ার কথাও ভেবেছিলেন তিনি।

ইন্ডাস্ট্রির বহুদিনের সদস্য অক্ষয়। বহু হিট, সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। শুধু দু হাতে টাকাই কামান না। সমাজসেবাতেও একই রকম অবদান অক্ষয়ের। একটানা কয়েক বছর ধরে দেশের মধ্যে সবথেকে বেশি আয়কর দাতা হিসাবে নাম উঠছে তাঁর। তবুও ট্রোল হয়েই চলেছেন অক্ষয়। বিশেষ করে তাঁর কানাডিয়ান নাগরিকত্ব নিয়েই বারংবার খোঁটা দেন নেটিজেনরা।

Akshay Kumar Bald Padman
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়েই আলোচনায় এক বিষ্ফোরক মন্তব্য করেন অক্ষয়। তিনি স্পষ্টই বলেন, “আমি একজন ভারতীয়, ভারতে আমার জন্ম আর চিরদিন তাই থাকব।” কানাডার নাগরিকত্ব নিয়ে ক্রমাগত ট্রোলের ব্যাপারে অক্ষয় বলেন, কয়েক বছর আগে তাঁর সব ছবি ফ্লপ হচ্ছিল। একটানা ১৪-১৫ টি ছবি ফ্লপ হয়েছিল তাঁর। তখনি অক্ষয় ভেবেছিলেন এ দেশ ছেড়ে চলে যাওয়ার কথা। অন্য কোথাও গিয়ে সেখানে কাজ শুরু করার কথা ভেবেছিলেন তিনি।

অক্ষয় জানান, সে সময়ে তাঁর এক কানাডিয়ান বন্ধু তাঁকে পরামর্শ দিয়েছিলেন, ভারতে সাফল্য না পেলে কানাডায় চলে যেতে। অনেক ভারতীয়ই সেখানে গিয়ে কাজ করছেন। অক্ষয়ও চলে যাওয়ার কথাই ভেবেছিলেন। সেই মতো নাগরিকত্বও নিয়েছিলেন। আর সেটাই ভাগ্য ঘুরিয়ে দেয় অভিনেতার। ছবিতে ফের সাফল্য পেতে শুরু করেন তিনি। তাই আর কানাডা না গিয়ে ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয়।

তিনি আরো জানান, তাঁর কাছে কানাডিয়ান পাসপোর্ট রয়েছে। কিন্তু তিনি একজন ভারতীয়। নিজের দেশকেই সমস্ত আয়কর জমা দেন তিনি। কানাডাতেও করজমা করতে পারেন তিনি। কিন্তু করেন না। কারণ তাঁর রোজগারের জায়গা এই দেশ। অনেকে অনেক কিছু বলে কটাক্ষ করেন। তাদের উদ্দেশে একটাই কথা বলবেন অক্ষয়, “আমি একজন ভারতীয়। আর চিরদিন তাই থাকব”।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর