বাংলাহান্ট ডেস্ক: ফের মানবতার নজির গড়লেন অক্ষয় কুমার। দুর্ঘটনাগ্রস্ত স্টান্টম্যানদের বাঁচিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করেন তিনি। প্রমাণ করেন শুধুমাত্র পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তিনি হিরো।
এই মুহূর্তে পরবর্তী ছবি ‘গুড নিউজ’ নিয়ে ব্যস্ত অক্ষয়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সম্প্রতি চণ্ডীগড়ে হওয়ার কথা ছিল সেই ছবির গান লঞ্চ। গানে রয়েছে স্টান্টের দৃশ্যও। সেই স্টান্ট করার কথা বিট্টু ও হরি সিং নামে দু‘জন স্টান্টম্যানের। জানা গিয়েছে, তাঁরা স্টান্ট প্র্যাকটিস করার সময়েই ঘটে যায় দুর্ঘটনা। গুরুতর আঘাত পান দুই স্টান্টম্যান। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অক্ষয়। তিনিই তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি। তাঁকে সঙ্গ দেন প্রযোজক করণ জোহরও। হাসপাতালে তাঁদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে কিনা সেই নিয়েও খোঁজ খবর নেন খিলাড়ি কুমার।
এই প্রসঙ্গে ‘গুড নিউজ’-এর পরিচালক শ্যাম কৌশল সাংবাদিকদের জানান, তাঁর সঙ্গেই কাজ করেন ওই দুই স্টান্টম্যান। দুর্ঘটনার দিন তিনিই তাঁদের পাঠিয়েছিলেন স্টান্ট প্র্যাকটিস করার জন্য। তাঁর কথায়, “গানে স্টান্টের জন্য যে জিনিসগুলো ব্যবহার হবে সেগুলো ঠিকঠাক আছে তা চেক করার জন্য ওই দুজনকে পাঠিয়েছিলাম। ওরা সেইমতোই প্র্যাকটিস করছিল। টেকনিক্যাল কারণেই দুর্ঘটনা ঘটেছে। তবে তৎক্ষণাৎ বিট্টু ও হরিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনেই সুস্থ রয়েছে।“
এই ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগেও বহুবার সমাজের কল্যাণের জন্য অনেক কাজ করেছেন অক্ষয়। ২০১৭ সালে পরিবারের জন্য একটি জীবন বিমা চালু করেন তিনি। স্টান্ট চলাকালীন কোনো স্টান্টম্যান মারা গেলে এই বিমার মাধ্যমে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারে তাঁদের পরিবার। শুধু তাই নয়, অসম, মহারাষ্ট্রে বন্যার সময়েও নিজের আয়ের অর্থ দিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন অক্ষয় কুমার।