বাংলাহান্ট ডেস্ক: সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ বরাবরের। ক্যামেরার পেছনে তাদের জীবনটা কেমন, অনস্ক্রিনের থেকে কতটাই বা আলাদা সেটা সকলেই জানতে চায়। ফলতঃ অনেক সময়েই ভুয়ো খবর (Fake News) ছড়ায় তারকাদের নামে। সম্প্রতি অক্ষয় কুমারকে (Akshay Kumar) নিয়ে এমনি একটি মিথ্যে খবর নিয়ে কানাঘুঁষো শুরু হয় নেটমাধ্যমে।
কী এমন ছিল ওই প্রতিবেদনে যার জন্য এত শোরগোল? আসলে মুম্বইয়ের একটি অনলাইন নিউজ পোর্টাল অক্ষয়ের পারিশ্রমিক সম্পর্কে কিছু বিষ্ফোরক দাবি করে। প্রতিবেদনে লেখা ছিল, অক্ষয়ের পারিশ্রমিক নিয়ে সবসময়ই চর্চা হয়। উপরন্তু তিনি বছরে একাধিক ছবিতে কাজ করেন, তাই তাঁর কাছে একটি প্রাইভেট জেট থাকা অস্বাভাবিক নয়, যার দাম নাকি প্রায় ২৬০ কোটি টাকা।
স্বাভাবিক ভাবেই খবরের সত্যতা নিয়ে চর্চা শুরু হয় এবং সেটা গিয়ে পড়ে সোজা অক্ষয়ের নজরে। উত্তর দিতে দেরি করেননি অভিনেতা। প্রতিবেদনের স্ক্রিনশট নিয়ে তিনি তীব্র কটাক্ষ শানিয়েছেন ওই নিউজ পোর্টালের উদ্দেশে। ভিত্তিহীন ভুয়ো খবর ছড়ানোর জন্য হাটের মাঝে আক্রমণ করেছেন ক্ষুব্ধ অক্ষয়।
অভিনেতার সমর্থনে মুখ খুলেছেন তাঁর ভক্তরাও। অনেকে অক্ষয়ের ছবির সংলাপ তুলে ব্যঙ্গ করেছেন। অনেকে আবার লিখেছেন, প্রতিবাদ করে একদম সঠিক কাজটাই করেছেন অক্ষয়। নয়তো এমন ভুয়ো খবর ছড়াতেই থাকবে।
https://twitter.com/akshaykumar/status/1581520936318414848?t=s-wTMrnGA9uiUsKqUKk2pQ&s=19
প্রসঙ্গত, আগামীতে ‘রাম সেতু’ ছবিতে দেখা যাবে অক্ষয়কে। ছবিতে একজন পুরাতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করছেন তিনি, যে আগে নাস্তিক থাকলেও পরে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হয়ে ওঠেন। শেষমেষ রাম সেতুকে অক্ষয় ও তাঁর দলবল বাঁচাতে পারবে কিনা তা জানা যাবে আগামী ২৫ অক্টোবর। ওইদিনই হলে মুক্তি পাবে রাম সেতু।