সম্পূর্ণ নিখরচায় চিকিৎসার ব্যবস্থা, অক্ষয়ের মানবিক উদ্যোগকে কুর্নিশ ইন্ডাস্ট্রির

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : অক্ষয় কুমারের (Akshay Kumar) দয়ালু এবং জনদরদী স্বভাবের কথা প্রায় সকলেই জানেন। তিনি একদিকে যেমন বিপুল আয় করেন, তেমনই সমাজের জন্য কিছু করার সুযোগ পেলেও পিছিয়ে যান না। এবার আবারও এক বড় উদ্যোগ নিয়ে নজির গড়লেন অক্ষয় (Akshay Kumar)। দেশের সমস্ত স্টান্টম্যানদের জন্য এবার বড় পদক্ষেপ নিলেন তিনি। নিলেন তিনি।

আবারও এক বড় উদ্যোগ নিলেন অক্ষয় (Akshay Kumar)

যারা প্রতিদিন ছবির জন্য নিজেদের জীবন বিপন্ন করেন, বিভিন্ন কঠিন স্টান্ট করে অভিনেতাদের সম্মান রক্ষা করেন, তাদের জন্য এবার নিখরচায় ইনস্যুরেন্সের ব্যবস্থা করলেন আক্কি (Akshay Kumar)। সমগ্র দেশের প্রায় ৬৫০ জন স্টান্টম্যান এবং অ্যাকশন ক্রু মেম্বারের জন্য নিজের খরচায় ইনস্যুরেন্স করালেন তিনি।

Akshay Kumar took a big step for industry

শুটিংয়ে মৃত্যু স্টান্টম্যানের: সম্প্রতি দক্ষিণী ছবি ‘ভেট্টুভাম’ এর শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বর্ষীয়ান স্টান্টম্যান এস এম রাজু। ওই ঘটনার পরেই ইন্ডাস্ট্রিতে স্টান্টম্যানদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। এই আবহেই এবার স্টান্টম্যানদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় (Akshay Kumar)।

আরও পড়ুন: মাছ-মাংস তো অনেক খেলেন, ফেলে না দিয়ে এই বীজ দিয়ে বানান কাটলেট, জমে যাবে চায়ের সঙ্গে

নিখরচায় চিকিৎসা পরিষেবা: এ বিষয়ে স্টান্ট কোরিওগ্রাফার বিক্রম সিং দাহিয়া জানান, বলিউডের প্রায় ৬০০-৭০০ জন স্টান্টম্যান এবং অ্যাকশন ইউনিট সদস্যদের আনা হয়েছে বিমার আওতায়। এই ইনস্যুরেন্স পলিসিতে সেটের মধ্যে বা বাইরে, যেখানেই দুর্ঘটনা ঘটুক না কেন, ৫-৫.৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাবেন তারা। এই সবটাই হচ্ছে অক্ষয়ের (Akshay Kumar) উদ্যোগে।

আরও পড়ুন : ইচ্ছা থাকলেও হল না উপায়, আমন্ত্রণ না মেলায় মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ

অক্ষয়ের এই মানবিক উদ্যোগের জন্য বলিউডে আবারও ধন্য ধন্য পড়ে গিয়েছে তাঁকে নিয়ে। এর আগেও এমন বহু উদ্যোগ নিয়েছেন তিনি, যার জেরে উপকৃত হয়েছেন অনেকে। এবার ফের তাঁর পদক্ষেপের কারণে নিরাপত্তা পেলেন ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ সদস্যরা।