শীঘ্রই শুরু হবে অক্ষয়ের ‘রাম সেতু’র শুটিং, অযোধ‍্যার রাম মন্দিরেই হবে শুভ মহরৎ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন‍্যতম জনপ্রিয় ও ব‍্যস্ত অভিনেতা নিঃসন্দেহে অক্ষয় কুমার (akshay kumar)। তবে এই মুহূর্তে ছবির থেকে কিছুদিনের বিরতি নিয়ে পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন তিনি। মুম্বই ফিরেই বচ্চন পাণ্ডে ছবির শুটিং শুরু করে দেবেন আক্কি। বচ্চন পাণ্ডের শুটিং শেষ হলেই রাম সেতু (ram setu) ছবির কাজে হাত দেবেন অক্ষয়।

এবার জানা গিয়েছে, রাম সেতু ছবির শুভ মহরতের জন‍্য আগামী ১৮ মার্চ অযোধ‍্যায় রাম মন্দিরের উদ্দেশে রওনা হবেন অক্ষয়, ছবির পরিচালক অভিষেক শর্মা ও ক্রিয়েটিভ প্রযোজক ড: চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ছবিতে একজন পুরাতত্ত্ববিদের চরিত্রে দেখা যাবে খিলাড়ি কুমারকে।


ছবিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচা। পরিচালক জানিয়েছেন, তিনি বহুবার অযোধ‍্যা গিয়েছেন। তাই ছবির মহরত সেখানেই হবে এবং অযোধ‍্যাতেই শুরু হবে ছবির শুটিং। গত বছরেই অক্ষয়কে রাম সেতু ছবির প্রস্তাব দিয়েছিলেন অভিষেক শর্মা।

প্রসঙ্গত, এই মুহূর্তে সূর্যবংশী ছবির মুক্তির জন‍্য অপেক্ষা করছেন অক্ষয়। আগামী ৩০ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন অজয় দেবগণ, রণবীর সিং ও ক‍্যাটরিনা কাইফ। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রোহিত শেট্টি।

অপরদিকে সম্প্রতি শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর ব্রিগেড সভায় আসার আমন্ত্রণ পত্র নাকি সাদরে গ্রহণ করেছেন আক্কি। বিজেপি সূত্রে এমনটাই খবর মিলেছিল। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দেন অক্ষয় নিজেই।

হিন্দুস্থান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় বলেন, তিনি নিজেই আশ্চর্য কলকাতার রাজনৈতিক র‍্যালিতে তাঁর উপস্থিত থাকার জল্পনা নিয়ে। এই মুহূর্তে মুম্বইতে তাঁর শুটিংয়ে ব‍্যস্ত রয়েছেন। এই খবর সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে মন্তব‍্য করেন অক্ষয়।

সম্পর্কিত খবর

X