ভাগ‍্যের চাকা ঘুরল অবশেষে, রাম নামের মাহাত্ম‍্যে দিওয়ালিতে হিট অক্ষয়ের ‘রাম সেতু’

বাংলাহান্ট ডেস্ক: দিওয়ালির পরের দিনই সিনেপ্রেমীদের উপহার নিয়ে হাজির অক্ষয় কুমার (Akshay Kumar)। ২৫ অক্টোবর, মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘রাম সেতু’ (Ram Setu)। একটানা ফ্লপ ছবি দেওয়ার পর রাম সেতু নিয়ে আশাবাদী ছিলেন অক্ষয়। ঐতিহাসিক তথা পৌরাণিক গুরুত্ব যুক্ত রাম সেতু পুনরুদ্ধারের গল্প নিয়ে তৈরি ছবির ট্রেলার চমকে দিয়েছিল দর্শকদের। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পর এসে গিয়েছে রাম সেতুর প্রথম রিভিউও।

কেমন হল রাম সেতু? দর্শকদের মন কি জয় করতে পারলেন অক্ষয়? সোশ‍্যাল মিডিয়ায় নেটনাগরিকদের প্রতিক্রিয়া বলছে, পেরেছেন। রাম সেতু অক্ষয়ের দেওয়া ‘সেরা দিওয়ালি উপহার’, বলছেন নেটিজেনরা। আট থেকে আশি সকলের দেখার মতো এবং উপভোগ করার মতো একটি ছবি বানিয়েছেন অক্ষয়।

Ram setu
একজন দর্শক লিখেছেন, প্রেক্ষাগৃহে রাম নামের জন‍্য এক অন‍্য রকম পরিবেশ তৈরি হয়েছে। শেষবার কাশ্মীর ফাইলস এমন মুগ্ধ করেছিল। অনেকে হাউজফুল প্রেক্ষাগৃহের ছবি শেয়ার করেছেন। কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, পর্দায় রাম নামের তালে তালে গেরুয়া পতাকা নিয়ে নাচছেন কিছু দর্শক।

https://twitter.com/TA_AKlover/status/1584948255192154113?t=hEki4c-7tRgaz83Ey5h1lA&s=19

https://twitter.com/Akkiworld1/status/1584837036003192832?t=he6EntgBlk93b2KOM1HSSw&s=19

 

চলতি বছরে নাগাড়ে ফ্লপ দিয়েছেন অক্ষয়। সর্বশেষ ছবি ‘কাঠপুতলি’ মুক্তি পেয়েছে OTT প্ল‍্যাটফর্মে। রাম সেতুর প্রচারে কোনো কমতি রাখেননি অক্ষয়। কিন্তু ছবির আগাম টিকিট বুটিংয়ের পরিসংখ‍্যান হতাশ করেছিল তাঁকে। তবে মঙ্গলবার ছবি মুক্তি পেতে বদলে গেল সমস্ত হিসেব নিকেশ। ফিল্ম সমালোচকরা মনে করছেন, ভাল অঙ্ক নিয়ে ওপেনিং করতে পারে রাম সেতু।

প্রসঙ্গত, ছবিতে একজন পুরাতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়, যিনি আগে নাস্তিক থাকলেও পরে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হয়ে ওঠেন। রাম সেতুর পরেও একগুচ্ছ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের। তালিকায় রয়েছে সেলফি, ওএমজি ২, ক‍্যাপসুল গিল এর মতো ছবি

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর