বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি প্রাণনাশের হুমকির চিঠি পেয়েছিলেন রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। তাঁর নামে সেই চিঠি পাঠানো হয়েছিল তাঁরই স্ত্রীকে। এবার এই ঘটনায় এক চিকিৎসক-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ।
এই ঘটনায় তদন্তে নেমে সোমবার বালিগঞ্জের বিজন সেতু এলাকা থেকে পেশায় টাইপিস্ট বিজয়কুমার কয়াল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জেরায় তাঁর থেকেই জানতে পারে, চিকিৎসক অরিন্দম সেনের কথাতেই ওই হুমকি চিঠি টাইপ করে দিয়েছিলেন তিনি।
লালবাজার পুলিশ সূত্রে জানা যায়, বিজয়কুমারের কথা মত রাজা রামমোহন রায় সরণির বাসিন্দা যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে কর্মরত চিকিৎসক অরিন্দম সেনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, গত ২ বছর ধরে নানা সময়ে নানা মানুষকে এইভাবে হুমকি চিঠি পাঠাতেন চিকিৎসক অরিন্দম সেন।
গাড়ির চালক রমেশ সাউকে দিয়ে চিঠির বয়ান পাঠাতেন বিজয়ের কাছে। তারপর বিজয়কুমার তা টাইপ করে দেওয়ার পর অরিন্দমের বলে দেওয়া ঠিকানায় সেই চিঠিগুলো পোস্ট করে দিত রমেশ। আর ঠিক এই ভাবেই কিছুদিন আগেই একটি প্রাণনাশের হুমকি চিঠি পান আলাপন বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, স্পিড পোস্ট মারফত আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নামে একটি চিঠি আসে। যে চিঠি খুলতেই দেখা যায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই এক লাইন ইংরেজি লেখা আসে। আর তাতে প্রেরকের নাম ঠিকানা সবই রয়েছে।
চিঠির ওই এক লাইনে লেখা রয়েছে, ‘Your husband will be killed. No body can save the life of your husband.’ এই লাইনের মর্মার্থ হচ্ছে, ‘আপনার স্বামী মারা যাবেন। আপনার স্বামীর জীবন কেউ বাঁচাতে পারবে না’। এমন চিঠিতে প্রেরকের নাম ঠিকানায় রয়েছে, গৌরহরি মিশ্র, কেয়ার অব ডঃ মহুয়া ঘোষ, রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি। আর এরপরই শুরু হয় তদন্ত।