বাংলাহান্ট ডেস্কঃ কল থেকে জল (Water) পড়বে এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন জলের বদলে অন্য কিছু বের হয় তখন আর সেটা স্বাভাবিক থাকে না। এমনই এক অস্বাভাবিক ঘটনা ঘটল কেরালায় (Kerala)। জলের প্রয়োজনে কল খুলতেই বের হয়ে এল মদ (Alcohol)। বিপাকে পড়ে গেলেন লোকজনেরা।
জলের প্রয়োজনে কল খুলেছিলেন। কিন্তু সেই কল থেকে জলের বদলে বেরিয়ে এল মদ। অসুবিধায় পড়ে গেলেন এলাকাবাসী। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে কেরালার ত্রিসুর জেলায় ছালাকুদি এলাকার কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছের কয়েকটি ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটের এক বাসিন্দা কল খুলতেই তা থেকে জলের বদলে পড়তে শুরু করে মদ। যার ফলে কাজের সময়ে সমস্যায় পড়তে হয় তাঁকে।
উক্ত ফ্ল্যাটে মোট ১৮ টি পরিবার বসবাস করেন। কল থেকে জলের বদলে মদ বেরিয়ে আসায় বিপাকে পড়েন সকলেই। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই কৌতূহলী জনতা ভীড় বাড়ায় সেই আবাসনে। মদ্যপায়ীদের কাছে সুখবর হলেও,কাজের সময় এমন ঘটনা ঘটায় অসুবিধায় পড়তে হয় আবাসনবাসীকে।
আবাসনের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে তাঁরা জানান, ওই অঞ্চলে ৬ বছর আগে প্রায় ৬ হাজার লিটার অবৈধ মদের মধ্যে প্রায় ২ হাজার লিটার মদ গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে দেন এক্সাইজ বিভাগের কর্মকর্তারা। মাটি চাপা দেওয়া মদের নিচে জলের লাইন থাকায় ঘটে এই বিপত্তি। যার জেরে জলে মদে মিশে যায়। তাই অসুবিধায় পড়েতে হয় ঐ ১৮ টি পরিবারকে। তবে কর্তৃপক্ষ থেকে জানানো হয় দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।