শুধু কমদামী দেশী মদই নয়,দামী বিলেতি মদও প্রচুর ক্ষতি করে শরীরের

 

বাংলা হান্ট ডেস্ক: চোলাই বা দেশী মদ শরীরের ক্ষতি করবে কিন্তু দামি বিলেতি মদ শরীরের ক্ষতি করবে না এই ধারণা একেবারেই ভ্রান্ত। সম্প্রতি চোলাই মদ খেয়ে মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের। এই কারনে সেই মদের কোয়ালিটি নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্যে।

সেই ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন ও সরকার। যাতে মদ তৈরির উপকরণের সাথে কোনরকম আপোষ না করা হয় সেই দিকে কড়া নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকার।

দেশি বা চোলাই মদ অত্যন্ত নিম্নমানের, তা খেয়েই মৃত্যু হয়েছে সবার। কিন্তু বিদেশী মধ্যে এসব বালাই নেই, সেটা তো উচ্চ মানের উপকরণ দিয়েই তৈরী।কিন্তু এই ধারণা একেবারে ভ্রান্ত এমনটাই জানালেন রাজ্যের আবগারি দফতর।

IMG 20200115 101427

এই শীতে উৎসবের মরশুমে নেটিজেনের বেশীরভাগ অংশ পার্টিতে মদ্যপান করেন তারা একটু বুঝে শুনে থাকবেন কারন তাদের জন্য রয়েছে এই দুঃসংবাদ।

আবগারি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে , চোলাই বা দেশি মদ থেকে বিষক্রিয়া ছড়াচ্ছে না,বরং বিষক্রিয়া ছড়াচ্ছে বিদেশী মদ থেকেই।যা এর মধ্যেই বেশিরভাগ মানুষের মৃত্যুর কারন হয়ে দাঁড়াচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অনেক জায়গায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্ন মানের উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে বিলেতি মদ। বিয়ারেও ব্যবহার করা হচ্ছে নোংরা এবং অস্বাস্থ্যকর জল। উৎসবের মরশুমে বিলেতি মদ পান করার আগেও দুবার ভেবে নেবেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর