বর্ষশেষের পার্টিতে বড় ধাক্কা, ডিসেম্বর থেকেই বাংলায় হুড়মুড়িয়ে বাড়ছে মদের দাম

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষ হতে আর মাস দেড়েক মতো বাকি। শহরে শীত পড়লেই উৎসবের ভিড় বাড়তে শুরু করে বিভিন্ন নাইটক্লাবে। থাকে হাউস পার্টির আয়োজনও। কিন্তু হুল্লোড়প্রেমী মানুষদের জন্য এবার এল চিন্তার খবর। ফের বাড়তে চলেছে মদের দাম (Alcohol)। আগামী ১ লা ডিসেম্বর থেকেই অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আবগারি দফতরের তরফে।

বর্ষশেষের আগেই বাড়ছে মদের (Alcohol) দাম

নতুন নীতিতে রাজ্যে দেশি এবং বিদেশি সব ধরণের মদের (Alcohol) উপর শুল্ক হার বৃদ্ধি করা হবে। তবে বিয়ারের ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি হবে না বলেই জানা যাচ্ছে। তার আগে ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত উৎপাদক, ডিস্ট্রিবিউটর সহ হোলসেল বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে যতটা সম্ভব পুরনো দামে স্টক বিক্রি করে ফেলা যায়। কারণ ১ ডিসেম্বর থেকে নতুন শুল্কহার কার্যকর হওয়ায় পুরনো দামে আর মদ (Alcohol) বিক্রি করা যাবে না।

Alcohol price are increasing before year end

বিশেষ নির্দেশ আবগারি দফতরের: যে সমস্ত স্টক পুরনো দামে ক্লিয়ার করা সম্ভব হবে না, সেগুলির উপরে ধার্য হবে নতুন শুল্ক হার। সেক্ষেত্রে বোতলগুলিতে নতুন দামের স্টিকার লাগাতে হবে যাতে সংশোধিত মূল্য নিয়ে কোনোরকম বিভ্রান্তি না থাকে গ্রাহকদের। নতুন শুল্কহার কার্যকর হওয়ার আগে প্রত্যেক ব্র্যান্ড মালিক এবং পরিবেশককে প্রয়োজনীয় নিবন্ধন এবং লেবেল পরিবর্তনের প্রক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ২০০২ সালের তালিকা কার্যকর নয়, প্রাক্তন ছিটমহলবাসীদের জন্য ছাড়, কী সিদ্ধান্ত নিল কমিশন?

দাম বাড়ায় সমস্যার সম্ভাবনা: সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তি। এদিকে বছর শেষের আগেই মদের (Alcohol) দাম বাড়ায় কিছু সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও প্রশাসনের মতে, আগাম প্রস্তুতির ফলে বড় ধরণের অস্থিরতা তৈরি হবে না বাজারে।

আরও পড়ুন : কতটা নিরাপদ ব্যাঙ্কের লকার? জিনিস খোয়া গেলে মিলবে ক্ষতিপূরণ? জেনে নিন নতুন নিয়ম

উল্লেখ্য, মদের দাম বাড়লে বৃদ্ধি পাবে রাজ্য সরকারের রাজস্বও। যদিও কতটা পরিমাণ বাড়বে তা বোঝা যাবে দাম বৃদ্ধির মাসখানেক পরেই। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অতিরিক্ত রাজস্ব কাজে লাগাতে পারবে সরকার।