বাংলা হান্ট ডেস্ক : মুসলমানদের জন্য পবিত্র শহর হল সৌদি আরব। যেহেতু ইসলামে অ্যালকোহল হারাম, সেই কারণে সৌদি আরবে (Saudi Arabia) অ্যালকোহল (Liquor) নিষেধ। সম্প্রতি এই বিষয়ে সৌদির পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিব বলেন, ‘দেশটিতে অ্যালকোহল বিক্রি না করার সিদ্ধান্ত পর্যটন শিল্পে কোনরকম প্রভাব ফেলেনি।’ তিনি বলেন, ‘অ্যালকোহল গুরুত্বপূর্ণ ঠিকই তবে আমরা এটি অফার না করার সিদ্ধান্ত নিয়েছি।’
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, সারা বিশ্বের মানুষ এখন দুবাই আসছেন কেবল দুবাই দেখার জন্য। মদ ছাড়াও রমরমিয়ে চলছে সৌদি আরবের পর্যটন শিল্প। এইসব মানুষ আসছেন ব্যবসা, ধর্ম এবং ঘোরার জন্য। তিনি আরও বলেন, ‘আমি আশা করি এটি অব্যাহত থাকবে। সৌদি আরব তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন শিল্প বাড়াতে চায়। সৌদি দেখছে মানুষ এখন পর্যটনের জন্য আরব আমিরাতে যাচ্ছে।’
ব্লুমার্গের সাথে এই সাক্ষাৎকারে আহমেদ আল খতিব বলেন, ‘আন্তর্জাতিক পর্যটক আগমন বৃদ্ধির জন্য সৌদি আরব জাতিসংঘের পর্যটন র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। ২০১৯ এর তুলনায়, ২০২৩ সালে ৫৬ শতাংশ পর্যটক বৃদ্ধি পেয়েছে।’ প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবেদন বলছে, সাল ২০২৩ এ মোট ১০.৬ মিলিয়ন মানুষ সৌদি আরব সফর করেছে, যা ২০৩০ এর লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।
আরও পড়ুন: আমি ips হয়ে গেছি! দিনমজুরের ছেলে ছড়াল ভুয়ো খবর, ফাঁস হতেই যা হল …
উল্লেখ্য, প্রিন্স মহম্মদ বিন সলমনের মূল লক্ষ্য হল ভ্রমণ ও পর্যটনের দিক দিয়ে দুবাইকে উন্নত করা। এ জন্য তিনি কোটি কোটি ডলার বিনিয়োগ করেছেন দুবাইতে। তবে এই প্রশ্নটা হামেশাই ওঠে যে, দুবাইতে মদ না পাওয়া গেলে এখানে পর্যটকরা আসবেন কেন?
আরও পড়ুন : প্রতিবাদ করে জেল, এবার BJP-তে যোগ বিখ্যাত ইউটিউবার মনীশের! দাঁড়াবেন লোকসভায়?
তাদের জন্য জানিয়ে দিই, গত ৭০ বছরে এই প্রথম মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছিল সৌদি। সূত্রের খবর, দোকানটি তৈরি করা হয়েছে রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে একটি সুপার মার্কেটের পাশে। তবে এখানে মদ কেনার জন্য নির্দিষ্ট কিছু নিয়মও রয়েছে। বলা হচ্ছে, কেবল অমুসলিমরাই এই দোকান থেকে মদ কিনতে পারবেন। অর্থাৎ দেশের বাকি ৩.২ কোটি জনসংখ্যা এখান থেকে মদ কিনতে পারবে না। মদ কিনতে হলে প্রথমে একটি অ্যাপে রেজিস্ট্রার করতে হবে। এবং যিনি রেজিস্ট্রার করবেন কেবল তিনিই মদ কিনতে পারবেন।