কপিলের শোতে মহিলা সেজে কমেডি করায় সন্তানদের স্কুলে হেনস্থা! হাউহাউ করে কেঁদে ফেললেন আসগর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের বিনোদন দেওয়ার জন‍্য কত কিছুই না করেন অভিনেতা অভিনেত্রীরা। এমনকি মাঝে মাঝে নিজেদের সীমা ছাড়িয়ে যেতেও দুবার ভাবেন না। কিন্তু এতে তাদের ব‍্যক্তিগত জীবনে কী প্রভাব পড়ে, সন্তানদের মনের উপরে কতটা চাপ পড়ে তা দর্শকরা জানতে পারে না। সম্প্রতি এমনি অভিজ্ঞতা শেয়ার করে ক‍্যামেরার সামনেই ভেঙে পড়লেন অভিনেতা আলি আসগর (Ali Asgar)।

হিন্দি টেলিভিশনের অত‍্যন্ত পরিচিত মুখ আসগর। নামী কৌতুকশিল্পী তিনি। কমেডি নাইটস উইথ কপিল শোতে ‘দাদি’ এবং দ‍্য কপিল শর্মা শোতে ‘নানি’ ও ‘কমেডি সার্কাস’ শোতে ‘বসন্তি’ চরিত্রে অভিনয় করতেন আসগর। মহিলা সেজে পর্দায় দর্শকদের বিনোদন দিতেন তিনি।


কিন্তু বাবার পেশার জন‍্য স্কুলে হেনস্থা হতে হত তাঁর ছেলেমেয়েদের। সহপাঠীদের হাসি মশকরার শিকার হতেন তাঁর দুই ছেলেমেয়ে। সম্প্রতি ‘ঝলক দিখলা যা’র পর্বে দুই সন্তানের আবেগঘন বার্তায় চোখে জল এসে যায় আসগরের। সেই ভিডিও শেয়ার করা হয়েছে চ‍্যানেলের অফিশিয়াল সোশ‍্যাল মিডিয়া পেজে।

ঝলক দিখলা যা তে প্রতিযোগী হিসাবে যোগ দিয়েছেন আসগর। সেই পর্বে ভার্চুয়ালি দেখা মেলে তাঁর দুই সন্তান আদা এব‌ নুয়ানের। ভিডিও বার্তায় আদাকে বলতে শোনা যায়, “আমাদের স্কুলের সহপাঠীরা আমাদের হেনস্থা করত। বলত আমাদের নাকি দুজন মা। ওরা ট‍্যাটু বানিয়ে লিখত ‘দাদি কা বেটা’, ‘দাদি কি বেটি’, ‘বসন্তি’ এসব।”

আদাকে আরো বলতে শোনা যায়, “অন‍্যদের হাসাতে নিজেকে নিয়ে মজা করতেন বাবা। সেটা সবার পক্ষ সম্ভব নয়। আমরা তোমাকে ভালবাসি বাবা।” সন্তানদের বার্তায় নিজেকে সামলাতে পারেননি আসগর।

https://www.instagram.com/reel/CikzAbiDUqv/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে তিনি জানিয়েছিলেন, কপিলের শোতে মহিলা সেজে কমেডি করার জন‍্য ভিন্ন ধরণের চরিত্রে সুযোগ পান না তিনি। কৌতুকশিল্পী হিসাবে ভাবমূর্তি এতটাই প্রভাব ফেলেছে যে অন‍্য কোনো চরিত্রে তাঁকে কেউ ভাবতেই পারে না। মহিলার সাজের বাইরে তাঁকে কেউ দেখতেই পারেন না।

সম্পর্কিত খবর

X