জনপ্রিয়তার রাস্তায় বাধা নিজের ননদ, আলিয়ার সন্তানের সঙ্গে রেষারেষি বাঁধবে করিনা-পুত্র তৈমুরের!

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষনা করে সবাইকে চমকে দিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor)। হট করে বিয়ে আর চট করে সন্তান আসার খবর গুঞ্জন বাড়িয়ে দিয়েছে বহুগুণ। বলিউডে খুশির আমেজ তো রয়েছেই, পাশাপাশি বিভিন্ন তারকারাও মন্তব্য করছেন ‘রালিয়া’ জুটির সুখবর নিয়ে। তাঁদের মধ্যে একজন রাখি সাওয়ান্ত।

আলিয়ার ঘোষনার পর যে যে বিষয়গুলি নিয়ে চর্চা চলছে নেটপাড়ায়, তা আরেকটু উসকে দিয়েছেন রাখি। তিনি বিনোদন আর বিতর্ক পছন্দ করেন। এদিনও তাঁর মন্তব্য নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। ঠিক কী বলেছেন অভিনেত্রী? আলিয়ার ভাবী সন্তানের ব্যাপারে তিনি বলেন, “আমি বলতে চাই যে আলিয়ার সন্তান খুব সুন্দর দেখতে হবে। তৈমুরও তো খুব সুন্দর। এবার তৈমুর আর আলিয়ার সন্তানের মধ্যে প্রতিযোগিতা হবে।”

times when mom kareena kapoor khan scolds son taimur ali khan 1280x720 1
তিনি আরো জানান, এখন যদি তাঁর সন্তান হয় তাহলে প্রতিযোগিতাটা তিন জনের মধ্যে হবে। তিনি নিজেও বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনি মা হলে আলিয়া হবেন মাসি। কারণ অভিনেত্রী নাকি রাখির খুব প্রিয় বান্ধবী।

বলিউডের কোনো তারকা অন্তঃসত্ত্বা হওয়া মানেই অন‍্য তারকার লাইমলাইট চলে যাওয়া নিয়ে চিন্তা। আরো এক নতুন তারকা সন্তান বাড়তে চলেছে তালিকায়। এমতাবস্থায় রসিক নেটনাগরিকরাও টেনে এনেছেন করিনা ও সইফ পুত্র তৈমুর আলি খানকে।

তৈমুরই হল প্রথম স্টারকিড যার জনপ্রিয়তা কার্যত আকাশ ছুঁয়েছিল‌। এখনো যথেষ্ট খ‍্যাতি রয়েছে খুদের। কিন্তু তারপর থেকেই যতজন তারকা সন্তানের জন্ম হয়েছে, ট্রোলাররা টেনে এনেছে তৈমুরের নাম। এবারেও তার অন‍্যথা হয়নি। তৈমুর নাকি লাইমলাইট চলে যাওয়া নিয়ে এখন থেকেই চিন্তায় পড়ে গিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর