নতুন সদস‍্যের আগমনের অপেক্ষা, মা-শাশুড়িকে নিয়ে দশমীতে সাধ ভক্ষণ আলিয়ার

বাংলাহান্ট ডেস্ক: জীবনের সবথেকে খুশির দিনটার জন‍্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor)। দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। কাপুর ও ভাট পরিবারে আরো এক সদস‍্যের আগমন হতে চলেছে। এদিন হয়ে গেল হবু মা আলিয়ার সাধের অনুষ্ঠান।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সাধ খাওয়ানো হবে অভিনেত্রীকে। নতুন সদস‍্য আসতে আর খুব বেশি দেরি নেই। এও শোনা গিয়েছিল, আলিয়া যেহেতু ভিগান, তাই তাঁর সাধের জন‍্য বিশেষ নিরামিষ খাবার আনানো হবে। তবে সাধের অনুষ্ঠান কবে হবে না হবে সেটা জানানো হয়নি।

Alia baby bump 2
অবশেষে আলিয়ার শাশুড়ি শেয়ার করলেন বউমার সাধের অনুষ্ঠানের ছবি। শুধু মেয়েদেরই আমন্ত্রণ ছিল এই অনুষ্ঠানে। নীতু কাপুর, সোনি রাজদান, শাহিন ভাট তো ছিলেনই। এসেছিলেন করিশ্মা কাপুর, শ্বেতা নন্দা, ঋদ্ধিমা কাপুর, রিমা জৈন, নিতাশা নন্দা, অনিশা মালহোত্রা জৈন, শাম্মি কাপুরের স্ত্রী নীলা দেবীর মতো তারকারা।

উজ্জ্বল হলুদ সালোয়ার কামিজে সেজেছিলেন আলিয়া। অন‍্যদিকে হালকা গোলাপি পাঞ্জাবি এবং সাদা পাজামায় দেখা গেল রণবীরকে। সোশ‍্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাইরাল হয়েছে আলিয়ার সাধের অনুষ্ঠানের। মূলত মহিলাদেরই আমন্ত্রণ থাকলেও কিছুজনের জন‍্য ব‍্যতিক্রম ছিল। আলিয়ার বাবা মহেশ ভাট, অত‍্যন্ত ঘনিষ্ঠ দুই বন্ধু করন জোহর, অয়ন মুখার্জি এবং অমিতাভ বচ্চনের নাতনি অগ‍্যস্ত নন্দারও আমন্ত্রণ ছিল এদিন।

https://www.instagram.com/p/CjVPdIePvZP/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, বিয়ের দু মাস পরেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন আলিয়া। দুটি ছবি শেয়ার করেছিলেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। প্রথমটিতে দেখা গিয়েছে, তিনি হাসপাতালের বেডে শুয়ে। ইউএসজি করা হচ্ছে তাঁর। পাশেই মনিটরে ফুটে উঠেছে ভ্রূণের ছবি। তাতে একটি হৃদয়ের ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন অভিনেত্রী।

হাসিমুখে সেদিকে তাকিয়ে আলিয়া। পাশেই ক‍্যামেরার দিকে পেছন ফিরে বসে রণবীর। দ্বিতীয় ছবিতে সিংহের এক পরিবার। ক‍্যাপশনে আলিয়া লিখেছিলেন, ‘আমাদের সন্তান… শীঘ্রই আসছে।’ প্রাথমিক বিস্ময় ভাব কাটিয়ে কমেন্ট বক্সে উপচে পড়েছিল শুভেচ্ছা বার্তা।

Niranjana Nag

সম্পর্কিত খবর