‘আপনার বেডরুমে উঁকি দিলে কেমন লাগবে!’ হঠাৎ এত ক্ষেপলেন কেন আলিয়া?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সেলিব্রিটি হওয়া সহজ নয়। খ্যাতির সঙ্গে তার বিড়ম্বনা হিসেবে আসে ভক্তদের অতিরিক্ত কৌতূহল। পর্দায় দেখা তারকারা বাস্তব জীবনে কেমন তা জানার আগ্রহ থাকে সকলেরই। কিন্তু এই অতিরিক্ত কৌতূহলের জেরে কখন যে তাঁরা সীমা অতিক্রম করে বসেন তা বুঝতে পারেন না। সম্প্রতি এমনই এক কাণ্ডের জেরে রেগে আগুন হলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন আলিয়া (Alia Bhatt)

কী হয়েছে ঘটনাটা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় আলিয়া (Alia Bhatt) এবং রণবীরের নির্মীয়মাণ বাংলোর। বিগত তিন বছর ধরে কাজ চলছে ছয় তলার এই বিলাসবহুল ‘কৃষ্ণা রাজ বাংলো’র, যেটি হতে চলেছে আলিয়া (Alia Bhatt), রণবীর এবং রাহার ব্যক্তিগত বাসস্থান। প্রায় ২৫০ কোটি টাকা দিয়ে বাংলোটি তৈরি করছেন তাঁরা। কিন্তু সম্প্রতি এই বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে দাবি করা হয়, রণবীর আলিয়া (Alia Bhatt) ইতিমধ্যেই সেখানে থাকতে শুরু করেছেন।

Alia bhatt furious over her bungalow viral video

কেন এত রাগ অভিনেত্রীর: এরপরেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন অভিনেত্রী। একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কার্যত ফেটে পড়েন তিনি। গুরুতর অভিযোগ এনে আলিয়া (Alia Bhatt) লিখেছেন, ‘আমি বুঝতে পারি যে মুম্বইয়ের মতো একটি শহরে জায়গা খুবই কম। অনেক সময় আপনার জানলার বাইরের দৃশ্য হয়তো অন্য কারোর বাড়ি হতে পারে। কিন্তু তাই বলে ব্যক্তিগত বাড়ির ভিডিও তুলে সেগুলো অনলাইনে শেয়ার করার অধিকার কারোর নেই।’

আরও পড়ুন : চড়া দাম দিয়ে বড় ইলিশই কিনতে হবে! রূপোলি শষ্য নিয়ে এবার বড় সিদ্ধান্ত

কী বক্তব্য আলিয়ার: এরপরেই আলিয়া (Alia Bhatt) লেখেন, ‘আমাদের নির্মীয়মাণ বাড়ির ভিডিও একাধিক প্রকাশনা সংস্থা শেয়ার করেছে, তাও আমাদের অজান্তে। এটা নিঃসন্দেহে গোপনীয়তা লঙ্ঘন করা এবং নিরাপত্তার ঝুঁকি। কারোর ব্যক্তিগত বিষয় অনুমতি ছাড়া রেকর্ড করা ‘কনটেন্ট’ নয়, বরং গোপনীয়তার লঙ্ঘন করা। এটা কখনোই হালকা ভাবে নেওয়া উচিত নয়’। সঙ্গে আলিয়া (Alia Bhatt) আরও প্রশ্ন তুলে দিয়েছেন, ‘আপনার বাড়ির অন্দরমহলের ছবি কেউ প্রকাশ্যে ছড়িয়ে দিলে আপনি কি সেটা মেনে নিতেন?’

আরও পড়ুন : ‘এপ্রিলে BJP ক্ষমতায় এলে চোরেদের স্বমূলে উচ্ছেদ করবে ওরাই’, রাজ্য পুলিশের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু

প্রসঙ্গত, আলিয়া রণবীরের কৃষ্ণা রাজ বাংলো প্রথম থেকেই রয়েছে চর্চায়। কয়েকশো কোটি টাকা খরচ করে যে বিলাসবহুল বাংলো তাঁরা তৈরি করছেন তার অন্দরটা দেখার ইচ্ছা রয়েছে সকলেরই। এদিন অনেকেই আলিয়ার ক্ষোভকে যথাযথ বলে পাপারাৎজিকে কাঠগড়ায় তুলেছেন। আবার কারোর কারোর বক্তব্য, তাঁরা নিজেরাই একসময় পাপারাৎজিকে ডেকে এনেছিলেন। এখন তার ফল ভোগ করছেন।