বাংলাহান্ট ডেস্ক: এক বছর আগের কথা, নেপোটিজমের বিরুদ্ধে নেটনাগরিকদের বিক্ষোভ প্রসঙ্গে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) বলেছিলেন, পছন্দ না হলে দেখতে হবে না তাঁদের সিনেমা। কেউ মাথার দিব্যি দেয়নি দর্শকদের। কাট টু বর্তমান, ‘লাল সিং চাড্ডা’র ব্যবসার পরিস্থিতি দেখে সেই করিনাই হাত জোড় করে অনুরোধ করেছেন, দয়া করে ছবিটা দেখতে। এবার ননদের পথেই হাঁটলেন আলিয়া ভাট (Alia Bhatt)।
আগামী সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। তার আগেই নেটপাড়ায় ছবিটি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। রণবীর আলিয়ার তারকা সন্তান হওয়ার ‘দোষে’, আমির খানের সঙ্গে ‘পিকে’ ছবিতে রণবীরের কাজ করার মতো অভিযোগ তুলে ব্রহ্মাস্ত্র বয়কট করার ডাক দেওয়া হচ্ছে। এবার এ বিষয়েই মুখ খুললেন আলিয়া।
বলিউডের জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে একজন তিনি। কিন্তু স্টার কিড হওয়ায় যে সুযোগ সুবিধা তিনি ভোগ করেন তার জন্য বহুবার নেটিজেনদের আক্রমণের শিকার হন। এ বিষয়ে সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আলিয়া বলেন, “মানুষের অনেক কিছু বলার আছে। আশা করি, আমি নিজের সিনেমা দিয়ে প্রমাণ করে দিতে পারব যে এই জায়গাটার আমি যোগ্য।”
নেপোটিজম বিতর্ক নিয়ে গত বছর মুখে কুলুপ আঁটলেও এবারে মুখ খুলেই তীব্র কটাক্ষ শানিয়েছেন আলিয়া। রীতিমতো বিরক্ত হয়েই তিনি প্রশ্ন করেন, “এসব কী হচ্ছে টা কী? কোনো কারণ ছাড়া এগুলো কেন হচ্ছে?” এরপরেই তাঁর বিষ্ফোরক প্রতিক্রিয়া, “আমি শুধু মুখে নিজের সপক্ষে বলতে পারব না। আপনাদের যদি আমাকে পছন্দ না হয়, আমার সিনেমা দেখবেন না। আমার কিছু করার নেই। আমার এ বিষয়ে কিছুই করার নেই।”
করিনা দর্শকদের বিরুদ্ধে গিয়ে ফল ভুগেছিলেন। ছবি দেখার আর্জি জানিয়েও ফ্লপ হয়েছে লাল সিং চাড্ডা। একই কাণ্ড ঘটালেন ভাইয়ের বউ আলিয়াও। তাঁর এই মন্তব্য ব্রহ্মাস্ত্রর ভবিষ্যতে কী লেখে সেটাই এখন দেখার অপেক্ষা।