বাংলাহান্ট ডেস্ক: বিয়ে পর্ব শেষ। কিছুদিন ছুটি কাটিয়েই কাজে ফিরবেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। বৃহস্পতিবার অভিনেতার মুম্বইয়ের বাড়িতে বিয়ে সেরেছেন তাঁরা। সম্পর্কের পাঁচ বছরে এই বাড়িতেই নানান মুহূর্ত কাটিয়েছেন দুজনে। তাই কোনো বিলাসবহুল হোটেলে নয়, মুম্বইয়ের বাস্তু অ্যাপার্টমেন্টেই বিয়ে সারেন ‘রণলিয়া’।
বৃহস্পতিবারই বিয়ের ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। এবারে মেহেন্দি অনুষ্ঠানের ছবি সামনে আনলেন তিনি। এদিন লাল লেহেঙ্গায় সেজেছিলেন আলিয়া। ম্যাচিং করে রণবীরও পরেছিলেন লাল কুর্তা পাজামা। একটি ছবিতে দেখা গিয়েছে, প্রয়াত ঋষি কাপুরের একটি বাঁধানো সাদা কালো ছবি দু হাতে তুলে ধরে দাঁড়িয়ে রয়েছেন রণবীর।
মা নীতু কাপুরও চোখের জল মুছে ছেলের সঙ্গে গানের তালে পা মিলিয়েছেন। উল্লেখ্য, দু বছর আগে এই মাসেই প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা। হবু পুত্রবধূ আলিয়াকে খুব পছন্দ ছিল তাঁর। কিন্তু ছেলের বিয়েটা আর দেখে যেতে পারলেন না ঋষি। তাই নীতুর মন খারাপ ‘কাপুর সাব’ এর জন্য।
মেহেন্দির ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘মেহেন্দিটা কোনো স্বপ্নের চেয়ে কম কিছু ছিল না। ভালবাসা, পরিবার, প্রিয় বন্ধুবান্ধব, অনেক ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ভরা ছিল এই দিনটা।’ আলিয়া আরো জানিয়েছেন, বরপক্ষের তরফে একটি সারপ্রাইজ পারফরম্যান্স রাখা হয়েছিল। ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখার্জি নিজে ডিজে হয়েছিলেন। মিস্টার কাপুর (পড়ুন রণবীর কাপুর) স্ত্রীর পছন্দের সব গান বাজিয়েছেন। শুধু তাই নয়, নিজের হাতে মেহেন্দি দিয়ে আলিয়ার নাম এবং নিজের জার্সির নম্বর ‘৮’ও লিখেছেন অভিনেতা।
https://www.instagram.com/p/CcZp3rzMG0K/?igshid=YmMyMTA2M2Y=
বিয়ের দিন ছক ভেঙে লাল নয়, ঘিয়ে শাড়িতে সেজেছিলেন আলিয়া। সর্বাঙ্গে সোনালি কাজ করা শিফন শাড়ি আর একই রঙা ব্লাউজে সেজেছিলেন অভিনেত্রী। মাথায় ঘিয়ে রঙা ওড়না। গলায় কুন্দনের ভরাট হার, কানে ঝোলানো দুল, হাতে গোছা চুড়ি আর মাথায় মাঙ্গটিকা। পাশে স্ত্রীর সঙ্গে রঙ মিলিয়ে শেরওয়ানি আর পাগড়িতে সেজেছিলেন রণবীর। সঙ্গে গলায় মুক্তোর মালা আর কানে ঝকঝকে হীরের স্টাড।
ছবিগুলি শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘আজ বাড়িতে, পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে, যে ব্যালকনিতে আমরা আমাদের সম্পর্কের পাঁচ বছর কাটিয়েছি, সেখানেই বিয়ে করলাম। অনেক স্মৃতি তৈরি করেছি, আরো নতুন স্মৃতি তৈরি করার জন্য অপেক্ষা করতে পারছি না আমরা। ভালবাসা, হাসি, শান্তিদায়ক নীরবতা, একসঙ্গে ছবি দেখা, বোকাবোকা ঝগড়া, ওয়াইন আর চাইনিজ খাবারে ভরা সুন্দর মুহূর্ত। আমাদের জীবনের এই স্মরণীয় মুহূর্তে ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। এতে মুহূর্তটা আরো স্পেশ্যাল হয়ে উঠেছে।’
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা