বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই ৩০ বছরের কম বয়সী সফলতম অভিনেত্রীর খেতাব পেয়েছেন আলিয়া ভাট। এবার তাঁর খ্যাতির মুকুটে জুড়ল নতুন পালক। এশিয়ার সেক্সিয়েস্ট ওম্যানের শিরোপা উঠল আলিয়ার মাথায়। দীপিকা, প্রিয়াঙ্কাকে টপকে তিনিই হলেন ২০১৯-এর এশিয়ার সবথেকে সেক্সি মহিলা। অপরদিকে দশকের সেক্সিয়েস্ট ওম্যানের খেতাব পেয়েছেন দীপিকা পাডুকোন।
সম্প্রতি ব্রিটেনের ইস্টার্ন আই সাপ্তাহিক পত্রিকার তরফে একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই সেরার শিরোপা পেয়েছেন আলিয়া। গত বছর এই খেতাব পেয়েছিলেন দীপিকা পাডুকোন। তালিকায় তৃতীয় স্থান অভিকার করেছেন হিনা খান। চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ক্যাটরিনা কাইফ রয়েছেন ষষ্ঠ ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন দশম স্থানে। সেরা দশের তালিকায় রয়েছেন টেলিতারকা সুরভি চন্দনা(৫), শিবাঙ্গী জোশি(৭), নিয়া শর্মা(৮), মেহউইশ হায়াত(৯)।
এছাড়াও নবাগতা অনন্যা পাণ্ডেও রয়েছেন এই তালিকায়। তাঁর স্থান ৩৬ তম। তিনিই এই তালিকার সবথেকে কনিষ্ঠ অভিনেত্রী। প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন রয়েছেন ৩৯ তম স্থানে। স্বাভাবিক ভাবেই খেতাব পেয়ে খুশি আলিয়া ভাট। উচ্ছ্বসিত অভিনেত্রী ধন্যবাদও জানিয়েছেন ইস্টার্ন আই পত্রিকাকে।
প্রসঙ্গত, ইস্টার্ন আইয়ের তালিকায় ২০১৯-এর এশিয়ার সেক্সিয়েস্ট মেন-এর খেতাব পেয়েছেন হৃত্বিক রোশন। দক্ষিণী সুপারস্টার প্রভাসও রয়েছেন সেই তালিকায়। দক্ষিণী অভিনেতাদের মধ্যে তিনিই একমাত্র যাঁর নাম রয়েছে এই তালিকায়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার