রাত পোহালেই মুক্তি পাচ্ছে মহেশ ভাটের ‘সড়ক ২’ ট্রেলার, আলিয়া শেয়ার করলেন ছবির পোস্টার

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: আগামীকাল, ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে মহেশ ভাট (mahesh bhatt) পরিচালিত ‘সড়ক ২’ (sadak 2) এর ট্রেলার। তার একদিন আগে ছবির প্রধান নায়িকা তথা মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট (alia bhatt) সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবির একাধিক পোস্টার (poster)। ছবির ট্রেলার মুক্তির আগে অনুরাগীদের জন‍্য এটাই সারপ্রাইজ ছিল আলিয়ার তরফে।
সড়ক ছবির সিকুয়েল হল সড়ক ২। প্রথম ছবিতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্ত ও পূজা ভাটকে। এই ছবিতেও অভিনয় করছেন দুজনে। বিশেষত সঞ্জয়ের চরিত্রের পোস্টারটি এই ছবিতে নজর কাড়ছে। পোস্টারে সঞ্জয়ের পেছনে দেখা যাচ্ছে পূজার ছবি। অভিনেতার হাতে রয়েছে শেষকৃত‍্যের সময় ব‍্যবহৃত পাত্র।

https://www.instagram.com/p/CDsyDC-sFHN/?igshid=4vg03p6fs304

আলিয়া নিজের পোস্টারও শেয়ার করেছেন। পোস্টারটি দেখে অনুমান করা যায় এই ছবিতেও প্রেম কাহিনির মধ‍্যে কিছু টুইস্ট রয়েছে। তৃতীয় পোস্টারটিতে রয়েছেন আদিত‍্য রয় কাপুর। প্রথম দুটি পোস্টারের থেকে একেবারেই আলাদা এই পোস্টারটি। আদিত‍্যকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে এখানে।

https://www.instagram.com/p/CDsygy-Mwgr/?igshid=dwhnixkhcr7i

https://www.instagram.com/p/CDszET6saIX/?igshid=mrq989cagmv7

এর আগে আলিয়া, আদিত‍্য ও সঞ্জয়কে একসঙ্গে করন জোহরের কলঙ্ক ছবিতে দেখা গিয়েছিল। অপরদিকে এই ছবির মাধ‍্যমেই দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন পূজা ভাট। মহেশ ভাটেরও শেষ পরিচালিত ছবি ছিল ‘কার্তুস’। ১৯৯৯ সালে মুক্তি পায় সেই ছবি
প্রসঙ্গত, এর আগে ছবির প্রথম পোস্টার প্রকাশ‍্যে আসতেই সোশ‍্যাল মিডিয়ায় ওঠে মহেশ ও আলিয়া ভাটের ছবি বয়কট করার ডাক। সোশ‍্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড করতে শুরু করে  #BoycottBollywoodFilms। আসলে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর বলিউড ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে।


বৃহস্পতিবার আলিয়ার ‘সড়ক ২’ এর পোস্টার প্রকাশ‍্যে আসতেই নেটিজেনের ক্ষোভ গিয়ে পড়ে তাঁর উপর। অনেকেই বলেন, এই ছবিতে নেপোটিজমের রীতিমতো বাড়বাড়ন্ত। ওঠে ছবি বয়কট করার দাবি। এক টুইটার ব‍্যবহারকারী লেখেন, আলিয়া অভিনীত সড়ক ২ ছবিটি যাতে সবথেকে বড় ফ্লপ ছবি হয় তারই চেষ্টা চালাবেন তারা।
অনেকে ছবির ট্রেলারকে ‘ডিসলাইক’ করার ডাকও দিয়েছেন। নেটিজেনের বক্তব‍্য, আলিয়া ও সিদ্ধার্থ রয় কাপুর দুজনেই নেপোটিজমে দুষ্ট। তাই এই ছবি তারা দেখবেন না। এতেই সুশান্ত বিচার পাবেন।

X