বাংলা হান্ট ডেস্ক : বদলে যাচ্ছে আলিপুর মহিলা জেলের (Alipore Women Correctional Home) ঠিকানা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঘর বদলের প্রস্তুতি। রাজ্যের কারা দফতর সূত্রে খবর, হাওড়ার জগাছা ব্লকের বালটিকুরি মৌজা এলাকায় তৈরি হচ্ছে নয়া সংশোধনাগার। নয়া বিল্ডিং সম্পূর্ণ হলেই বন্দিদের নিয়ে যাওয়া হবে সেখানে। কারা দফতর সূত্রে খবর, চলতি বছরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে সরকার।
সূত্রের খবর, আলিপুর মহিলা সংশোধনাগার স্থানান্তরিত করার বিষয়ে নির্দেশ এসেছে জেল সুপারের কাছে। পুরো বিষয়টি সরে জমিনে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই গোটা কর্মকাণ্ডটির জন্য প্রায় ৪ লক্ষ ৯৫ হাজার ৭৪৮ টাকা বরাদ্দও করা হয়েছে বলে খবর। প্রায় ৩৫০ জন বন্দিকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। যার মধ্যে রয়েছে পার্থ (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও (Arpita Mukhopadhyay)।
নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই আলিপুর মহিলা জেলে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। একই সাথে সরানোর কথা চলছে হাওড়া জেলা সংশোধনাগারটিকেও। সংশোধনাগারকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জগাছা ব্লকেরই সাঁতরাগাছি মৌজা এলাকায়। কারা দফতর সূত্রে খবর, মূলত নিরাপত্তা এবং শহরের কেন্দ্রস্থলে একসাথে অনেকটা জমি ফাঁকা পাওয়ার কারণেই স্থানান্তরিত করা হচ্ছে এই প্রাচীন জেল।
আরও পড়ুন : এবার টার্গেট বড়? কেন্দ্রের কাছে CRPF কোম্পানি চেয়ে পাঠাল ED! রাজ্যজুড়ে তুঙ্গে জল্পনা
এইদিন এক আধিকারিক বলেন, ‘দেশের বেশির ভাগ শহরের কেন্দ্র থেকে জেল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর প্রধান কারণই হল নিরাপত্তা। আলিপুরের মতো ব্যস্ত এলাকায় জেল থাকাটা নিরাপত্তার দিক থেকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ।’ এছাড়াও যে হারে মহিলা কয়েদিদের সংখ্যা বাড়ছে তাতে আরও মহিলা সংশোধনাগার তৈরি করার কথাও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন : ‘অনুব্রতকে ভোলা যাবে না’, বীরভূমের কোর কমিটি থেকে বাদ কাজল, বড় ঘোষণা মমতার
এই প্রসঙ্গে আইনজীবী তাপসকুমার ভঞ্জ বলেন, ‘‘শহর থেকে জেল সরানো নিয়ে কোনও আপত্তি নেই। মহিলা বন্দিদের থাকার জন্য ভাল পরিবেশ পেলে অসুবিধা নেই। শুনেছি আলিপুরের তুলনায় হাওড়ার জায়গাটি বড়। তবে তাদের ন্যূনতম পরিষেবা দেওয়া হয়। খাবারের গুণমান এবং চিকিৎসা পরিষেবার দিকে কর্তৃপক্ষের আরও নজর দেওয়া উচিত।’’