বাংলা হান্ট ডেস্ক: রাতারাতি বিপন্ন প্রজাতির ৫৯টি প্রাণী উধাও আলিপুর চিড়িয়াখানায় থেকে (Alipore Zoo)। এমনকি বাস্তবে কী হয়েছে তার উত্তর নেই কার কাছে। সবটাই তো খাতায়-কলমে। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন চিড়িয়াখানাগুলোর মধ্যে কোন চিড়িয়াখানায় কোন প্রজাতির কতগুলো করে প্রাণী রয়েছে, তার রিপোর্ট প্রতি বছর প্রকাশ করে সেন্ট্রাল জ়ু অথরিটি। এবার সেই ‘অ্যানুয়াল ইনভেন্টরি অফ অ্যানিম্যালসে’ রয়েছে চাঞ্চল্যকর হিসেব।
সূত্রের খবর ২০২১–২০২২ এর ৩১ মার্চ কলকতার আলিপুর চিড়িয়াখানায় বিপন্ন প্রজাতির প্রাণীর (endangered species) সংখ্যা ছিল ১৯০। কিন্তু পরদিন, অর্থাৎ ১ এপ্রিল নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সময়ে দেখা যায় এমন প্রাণীর সংখ্যা মাত্র ১৩১। এমনকি কয়েক বছর ধরেই একমাত্র আলিপুর চিড়িয়াখানার ‘অ্যানুয়াল ইনভেন্টরি অফ অ্যানিম্যালসে’ পাঠানো হিসেবে রয়েছে বিস্তর গোলমাল।
বিপন্ন প্রজাতির ৫৯টি প্রাণী আলিপুর চিড়িয়াখানার প্রাণীর হিসাবে গরমিল (Alipore Zoo)
আলিপুর চিড়িয়াখানা প্রাণী হিসেবে গড়মিল। রাতারাতি উধাও হয়েছে ৫৯ টি প্রানী। কিন্তু খাতায়-কলমে এই হিসেব অন্য কথা বলছে। যা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। উল্লেখ্য, ভারতের বিভিন্ন চিড়িয়াখানায় কোন প্রজাতির কতগুলি করে প্রাণী রয়েছে তার রিপোর্ট প্রকাশ করে সেন্ট্রাল জ়ু অথরিটি। এবার সেই ‘অ্যানুয়াল ইনভেন্টরি অফ অ্যানিম্যালস’-এর তথ্য প্রকাশ হতে দেখা গিয়েছে এই গরমিল।
সূত্রের খবর, এই গরমিল এক- দু বছরের নয়। বিগত কয়েক বছর ধরে একমাত্র আলিপুর চিড়িয়াখানার ‘অ্যানুয়াল ইনভেন্টরি অফ অ্যানিম্যালস’-এ পাঠানো হিসাবে রয়েছে বিস্তর গোলমাল। রিপোর্ট অনুযায়ী, ২০২১-২০২২ এ ৩১ মার্চ কলকতার আলিপুর চিড়িয়াখানায় বিপন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা ছিল ১৯০। কিন্তু পরদিন সেই প্রাণীর সংখ্যা কমে হচ্ছে মাত্র ১৩১।
আরও পড়ুন: চার হাত ও চার পা বিশিষ্ট কনজয়েন্ট টুইন শিশুর জন্ম বর্ধমানে, দেখেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের
এই চাঞ্চল্যকর হিসেব ওঠায় একটি প্রশ্ন উঠছে, হিসেবের খাতা থেকে হারিয়ে যাওয়া পশুদের কি হয়েছে? তারা আদেও জীবিত আছে কিনা?কিন্তু এই উত্তর এখনো পর্যন্ত কারো কাছে নেই। পাশাপাশি আলিপুর চিড়িয়াখানা থেকে বিপন্ন প্রজাতির প্রাণী বিলুপ্ত হওয়ায় সকলের মনে একাধিক প্রশ্ন উঠছে।