আগামী ২১ দিনের জন্য গোটা ভারতে লকডাউনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী!

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Corona Virus) সাথে লড়াই করার জন্য এর আগে ১৯ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপর সেদিন তিনি গোটা দেশবাসীকে একদিনের জন্য জনতা কার্ফু পালন করার আবেদন করেন। ওনার ওই আবেদনে গোটা দেশজুড়ে ব্যাপক সাড়া পাওয়া যায়। গত ২২ মার্চ জনতা কার্ফু পালন করে দেশবাসী নিজেকে ঘরে বন্দি করে রাখেন।

এরপরেও দেশে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়েই চলে। এখনো পর্যন্ত এই ভাইরাসে গোটা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। আর করোনা ভাইরাসের আশঙ্কা দেখে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। উনি আজ রাত আটটায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করেন।

ভাষণের শুরুতে উনি দেশবাসীকে জনতা কার্ফু পালন করার ধন্যবাদ জানান। উনি বলেন, আমি সেদিন এসে আপনাদের কাছে কয়েক সপ্তাহ চেয়েছিলাম। আর আজ আপনাদের বলছি আমাদের তিন সপ্তাহ দিন। উনি বলেন, আজ রাত ১২ টার পর থেকে গোটা দেশে ২১ দিনের জন্য লকডাউন হবে।

উনি বলেন, জনতা কার্ফুর থেকে অনেক কঠোর হবে এই লকডাউন। এককথায় এটা একটা কার্ফু। উনি বলেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য এই লকডাউন খুব দরকার। উনি বলেন, ২১ দিন লকডাউন পালন না করলে ভারত ২১ বছর পিছিয়ে যাবে। উনি গোটা দেশবাসীর কাছে এই ২১ দিনের লকডাউন পালন করার আবেদন করেন। এবং তিনি বলেন, এই লকডাউন পালন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর