বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী বর্ডারে বিগত কয়েকদিন ধরে বিক্ষোভ প্রদর্শন করছে কৃষকেরা। গতকাল সরকারের সাথে বৈঠক হলেও সেই বৈঠকে কোনও সমস্যার সমাধান হয়নি। আর এবার কৃষকদের আন্দোলনকে সমর্থন করে গোটা দেশ (India) স্তব্ধ করার ডাক দিল অল ইন্ডিয়া মোটরস ট্রান্সপোর্ট কংগ্রেস। কৃষকদের সমর্থন করে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আগামী ৮ ডিসেম্বর থেকে গোটা দেশে অনির্দিষ্ট কালের জন্য চাকা জ্যামের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে। সংগঠনের দাবি অনুযায়ী, এই বনধে ৯৫ লক্ষ ট্রাক, ৫০ লক্ষ বাস এবং অটো, ট্যাক্সি সামিল হচ্ছে। সংগঠনের এই বনধের ডাকে গোটা দেশে যানবাহন পরিষেবা ব্যাহত হতে চলেছে।
আরেকদিকে, প্রাক্তন WWE কুস্তিবীর দ্য গ্রেট খলি (The Great Khali) মঙ্গলবার টিকরি বর্ডারে কৃষকদের বিরোধ প্রদর্শনে (Farmers Protest) অংশ নেন। পাঞ্জাব নিবাসী সাত ফুটের মহাবলি খলি কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের পাশে দাঁড়ান আর ভারতবাসীকে কৃষকদের এই আন্দোলনে তাঁদের সমর্থন করার দাবি জানান।
https://www.instagram.com/p/CIQ5gdypYZl/?utm_source=ig_embed
জানিয়ে দিই, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে হওয়া কৃষকদের বৈঠকে কোনও সমস্যার সমাধান সুত্র বের হয়নি। দেশে নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমস্যা নিয়ে সমীক্ষা করার জন্য একটি সমিতি গঠন করার কথা বলে সরকার, যদিও কৃষকেরা সরকারের এই প্রস্তাবকে নাকোচ করে দেয়। যদিও, দুই পক্ষই আবারও বৈঠকে বসার জন্য সহমত পোষণ করেছে।
https://www.instagram.com/p/CIQ5gdypYZl/?utm_source=ig_embed
সরকারের তরফ থেকে নয়া কৃষি আইন ফেরত নেওয়ার দাবি খারিজ করে দেওয়া হয়েছে। সরকার কৃষকদের সংগঠনগুলিকে নতুন আইন সম্পর্কে তাদের আপত্তি তুলে ধরতে এবং বৃহস্পতিবার পরবর্তী দফায় আলোচনার আগে বুধবার সেই আপত্তির তালিকা তাদের জমা দিতে বলেছে।
কৃষক সংগঠন জানিয়েছে যে, যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে, ততদিন তাঁরা দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাবে। বৈঠকে ৩৫ টি কৃষক সংগঠন অংশ নিয়েছিল। কৃষকেরা দেশের রাজধানীর সীমান্তে নিজেদের দাবি নিয়ে প্রদর্শন করে চলেছে। বৈঠকের পর অখিল ভারতীয় কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি একটি বয়ানে জানিয়েছে যে, সরকারের সাথে বৈঠকে কোনও সমস্যার সমাধান হয়নি আর সরকারের প্রস্তাবকে খারিজ করে দিয়েছে কৃষক সংগঠন।
বয়ানে বলা হয়েছে যে, কৃষক নেতাদের আপত্তি গুলো নিয়ে সমীক্ষা করার জন্য পাঁচ সদস্যের সমিতি গঠন করার সরকারের প্রস্তাবকে খারিজ করে দেওয়া হয়েছে। কৃষক নেতারা জানান, এরকম সমিতি অতীতেও কোনও সমস্যার সমাধান করতে পারেনি।