বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহেও এক সুখবর দিল ভারতীয় রেল (Indian Railway)। আগামী সপ্তাহের মধ্যেই চালু করা হবে সব মেল (mail train), এক্সপ্রেস ট্রেন (express train)- এমনটাই জানালেন পূর্ব রেলের জিএম মনোজ যোশি। করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই লোকাল ট্রেনের সঙ্গে বন্ধ করা হয়েছিল মেল, এক্সপ্রেস ট্রেনও। তবে কিছু কিছু এক্সপ্রেস ট্রেন ধীরে ধীরে চালু করা হলেও, এবার সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, করোনার দ্বিতীয় থাবায় সংক্রমণের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমান সময়ে সংক্রমণের মাত্রা অনেকটাই কম। তাই এই সময়ে পূর্ব রেলের বিভিন্ন শাখায় দূরপাল্লার মেল, এক্সপ্রেস-সহ আরও মোট ১৮ টি ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। তবে এই সমস্ত ট্রেন চালু করা হলেও বাংলাদেশগামী মৈত্রী, বন্ধন এক্সপ্রেস চালু করার বিষয়ে কিছু না জানা গেলেও, সূত্রের খবর বিদেশমন্ত্রক নির্দেশ দিলেই চলবে মৈত্রী, বন্ধনের চাকা।
পূর্ব রেলের জিএম মনোজ যোশি জানিয়েছেন, যাত্রীরা বারবার বিভিন্ন মেল, এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি করছেন। বিশেষত হাওড়া থেকে মুম্বই, মালদহ থেকে দিল্লী সহ বেশকিছু জায়গার ট্রেনের প্রচুর চাহিদা রয়েছে যাত্রীদের মধ্যে। সেই কারণে যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বুধবারের মধ্যেই চালু করা হবে এইসকল ট্রেন।
এদিনের এই ভার্চুয়াল বৈঠকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রেলকর্মীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং সেইসঙ্গে পরিবারের একজন করে চাকরী দেওয়ার প্রক্রিয়া দ্রুতই শেষ করার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, মেল, এক্সপ্রেস ট্রেন চালু করার সিদ্ধান্ত নিলেও, রাজ্য মধ্যস্থ লোকাল ট্রেন কবে থেকে চলবে সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রেলের তরফ থেকে তৈরি থাকলেও, রাজ্য সরকারের নির্দেশ ছাড়া ট্রেনের চাকা এগোনো সম্ভব নয় বলেই জানা গিয়েছে।