বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইতে ভারত নিজের পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। মানুষ নিজের স্যালারি আর প্রয়োজনীয় জিনিষ দান করছেন। এবার এই ক্রমে বিজেপি (Bharatiya Janata Party) বড় ঘোষণা করল। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) বলেন, দলের সমস্ত এমএলএ আর সাংসদদের নিজেদের এক মাসের বেতন করোনা ভাইরাসের বিরুদ্ধে জারি লড়াইয়ে দান করবেন। উনি জানান, বিজেপির বিধায়ক এবং সাংসদরা অসহায়দের পাশে দাঁড়াবে এবং করোনা ভাইরাসকে রোখার জন্য কেন্দ্রীয় ত্রাণ শিবিরে দান করবেন।
All MPs of BJP will release Rs. 1 crore from their MPLADS (Members of Parliament Local Area Development Scheme) fund to the Central Relief Fund in support to fight against #COVID19: Jagat Prakash Nadda, BJP national president . pic.twitter.com/Nw58S96EX8
— ANI (@ANI) March 28, 2020
জেপি নাড্ডা বলেন, বিজেপির সমস্ত বিধায়ক এবং সাংসদেরা করোনা মহামারী থামাতে সরকার দ্বারা করা কাজে সাহায্যের জন্য নিজের সাংসদ কোষ থেকে কেন্দ্রীয় সহায়তা কোষে এক কোটি করে টাকা দেবেন।
আরেকদিকে, আজ দেশের স্বার্থে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ৫০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলেন রতন টাটা (Ratan tata)। শনিবার উনি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, টাটা এর আগেও প্রয়োজনের সময় দেশের কাজে এসেছে। আর এবার তো প্রয়োজনটা অনেক বেশি।
The COVID 19 crisis is one of the toughest challenges we will face as a race. The Tata Trusts and the Tata group companies have in the past risen to the needs of the nation. At this moment, the need of the hour is greater than any other time. pic.twitter.com/y6jzHxUafM
— Ratan N. Tata (@RNTata2000) March 28, 2020
রতন টাটা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, টাটা ট্রাস্ট ফ্রন্টলাইনে কাজ করা স্বাস্থকর্মীদের জন্য প্রটেক্টিভ গিয়ার, করোনার বর্ধিত মামলা দেখে রেস্পিরেটরি, টেস্টিং কিট, সংক্রমিতদের চিকিৎসার জন্য সুবন্দোবস্ত আর স্বাস্থকর্মীদের ট্রেনিং এর জন্য ৫০০ কোটি টাকা দেওয়া হবে। ওনার তরফ থেকে জারি বয়ানে লেখা হয়, টাটা ট্রাস্ট মহামারীর সাথে যুদ্ধ করা মানুষদের সন্মান জানায়।