‘সব OMR প্রকাশ করুন’, ১০ ডিসেম্বর ডেডলাইন! শিক্ষক নিয়োগে SSC-কে কড়া নির্দেশ হাইকোর্টের

Published on:

Published on:

ssc(5)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সবে সামনে এসেছে ফলাফল। এবার ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনকে (SSC) হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোড করতে হবে।

এসএসসিকে আর কি নির্দেশ হাইকোর্টের? SSC

এদিন চলতি বছরের সব ওএমআর শিট প্রকাশের পাশাপাশি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও সামনে আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া ৩১ ডিসেম্বর মধ্যে শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে আদৌ কি তা সম্ভব? তা নিয়ে প্রশ্ন উঠছে।

শুনানিতে এসএসসির আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, “আপনারা ওএমআর শিট আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। প্রথম দিন থেকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত। নয়তো ফের অনিয়মের অভিযোগ উঠবে।” এরপরই বিচারপতির নির্দেশ নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার সব ওএমআর শিট।

শুধু তাই নয়, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিলের পর যারা নিয়োগপত্র পেয়েছিলেন, এদিন নবম দশম ও একাদশ-দ্বাদশের সেই শিক্ষকদের তালিকা তলব করেছে হাইকোর্ট। ১০ ডিসেম্বরের মধ্যে এসএসসিকে সেই তালিকাও প্রদান করতে হবে। উল্লেখ্য, বুধবার এসএসসি সংক্রান্ত সব মামলাই কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Calcutta High Court

আরও পড়ুন: পারিবারিক পেনশন নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

এদিকে দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী। আগামী ১৮ নভেম্বর থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। তাই শুক্রবার থেকেই যেন এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির শুনানি একসঙ্গে করা হয় সেই আর্জি তোলেন আইনজীবী। এই সময়ই বিচারপতি সিনহার তাৎপর্যপূর্ণ মন্তব্য, “পরীক্ষার কী হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন।”