বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে প্রাথমিকের সব মামলা সরাল হাইকোর্ট! এবার কে পেলেন দায়িত্ব?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে এর আগে সরানো হয়েছিল এসএসসি মামলা। এবার প্রাথমিকে নিয়োগের মামলাও সরিয়ে দেওয়া হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে। বিচারপতি গঙ্গোপাধ্যায় শিক্ষা সংক্রান্ত দুর্নীতির আর কোনও বিচার করতে পারবে না। কলকাতা হাইকোর্ট মঙ্গলবার এই কথা জানিয়েছে একটি নির্দেশিকা প্রকাশ করে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসে থাকা শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টের অন্য এক বিচারপতিকে দেওয়া হল। হাইকোর্টের যে বিচারপতিরা রয়েছেন তাদের বিচার্য বিষয় নির্দিষ্ট থাকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের এই নিয়ম অনুযায়ী এতদিন শিক্ষা সংক্রান্ত মামলা শুনতেন। কিছুদিন আগেই এসএসসি সংক্রান্ত সব মামলা সরিয়ে দেওয়া হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে।

আরোও পড়ুন : কাজ নেই বাংলায়, পেটের দায়ে গিয়েছিলেন গুজরাট! ফেরার পথে নিখোঁজ যুবক, ১ মাস ধরে অপেক্ষায় স্ত্রী

তারপর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে থাকে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মঙ্গলবার সেই মামলাগুলোও স্থানান্তরিত করা হল। হাইকোর্টের রস্টার বা দিনলিপিতে উল্লেখ থাকে হাইকোর্টের (Highcourt) কোন বিচারপতি কোন মামলার শুনবেন।

justice mantha f

হাই কোর্টের ‘মাস্টার অফ রস্টার’ তথা প্রধান বিচারপতি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই রস্টার বা দিনলিপি নিয়ে। মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, শিক্ষার সংক্রান্ত সমস্ত মামলার এবার থেকে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুনানি হবে। শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন এবার থেকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X