বাজেটের আগে আদানি-আম্বানির ওপর টাকার বৃষ্টি! একদিনেই যা আয় করলেন জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার বিপুল লক্ষ্মীলাভ করলেন ভারতের দুই শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং গৌতম আদানি (Gautam Adani)। মূলত, সোমবার ভারতীয় শেয়ার বাজারে (Indian Share Market) আম্বানির কোম্পানি রিলায়েন্স এবং গৌতম আদানির কোম্পানির শেয়ারে তুমুল উর্ধ্বগতির কারণে, উভয় বিলিয়নেয়ার একদিনে মোট ১১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন।

এই প্রসঙ্গে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে, গত সোমবার মুকেশ আম্বানির সম্পদ ৬.৮৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ১০৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে, আদানি গত সোমবার তাঁর সম্পদে ৪.২৮ বিলিয়ন ডলার যুক্ত করেছেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৫.৯ বিলিয়ন ডলার।

Adani-Ambani's wealth increased before the budget

গত সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ২,৯০৫ টাকার স্তর স্পর্শ করে। এটি এখনও পর্যন্ত শেয়ারের সর্বোচ্চ স্তর। এদিকে, ট্রেডিং শেষে RIL-এর শেয়ার ৬.৮০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ১৮৩.৯৫ টাকা বেড়ে ২,৮৯০.১০ টাকায় বন্ধ হয়। এই বৃদ্ধির পর কোম্পানির মার্কেট ক্যাপ ১৯.৫৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে আদানির কোম্পানির শেয়ারও বেড়েছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৫.৭৯ শতাংশের বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার এই দুর্দান্ত টুল আনছে Google, নিমেষের মধ্যে ট্রান্সফার হবে eSIM

সম্পদ বেড়েছে মাস্কেরও: উল্লেখ্য যে, টেসলার শেয়ারে ৪.২ শতাংশ বৃদ্ধির কারণে, ইলন মাস্কের সম্পদ ৫.৪৯ বিলিয়ন বৃদ্ধি পেয়ে সোমবার তা ২০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যার জেরে মাস্ক এখন ফের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। পাশাপাশি, দ্বিতীয় অবস্থানে থাকা জেফ বেজোসের সম্পদ ২.১৪ বিলিয়ন ডলার বেড়ে ১৮৬ বিলিয়ন ডলার হয়েছে। এদিকে, ১৮৩ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে বার্নাল্ড আর্নল্ট রয়েছেন তৃতীয় স্থানে।

আরও পড়ুন: ইশারায় হবে কাজ! অসম্ভবকে সম্ভব করে মানুষের মস্তিষ্কে সফলভাবে চিপ বসালো মাস্কের Neuralink

কোথায় দাঁড়িয়ে আদানি-আম্বানি: জানিয়ে রাখি যে, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় ১০৮ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে একাদশ স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। পাশাপাশি, ৯৫.৯ বিলিয়ন ডলার সম্পদের মাধ্যমে তালিকায় ১৪ তম স্থানে রয়েছেন ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর