ভারতের ৬ টি সবথেকে ব্যায়বহুল শহর! কলকাতা কত নাম্বারে জানেন?

বাংলা হান্ট ডেস্ক: ধন সম্পদে পরিপূর্ণ ভারতবর্ষকে (India) একসময় সোনার পাখি বলা হত। যা অতীতে অত্যাচারী শাসক দল লুটপাট করে নিয়ে গিয়েছে। তবে আজও ভারতে কিন্তু ধনীদের (Rich Indian) সংখ্যা নেহাত কম নেই। এমন কি জানলে অবাক হবেন ভারতবর্ষে এমন কয়েকটি শহর (Indian Cities) রয়েছে যা বাকি শহরের (Expensive Cities) তুলনায় অনেক বেশি ধনী। আজ আপনাদের জানাবো ভারতবর্ষের এমনই ৬ টি ধনী শহর (Expensive Cities) সম্পর্কে।

মূলত ভারতের এই শহরগুলির (Expensive Cities) তালিকা তৈরি করা হয়েছে রিয়েল স্টেট কিংবা এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার মান, শিক্ষা কিংবা স্বাস্থ্যসেবার মতো খরচের বিষয়ে। জানা যাচ্ছে, ভারতের এই ৬ টি ব্যয়বহুল শহরের তালিকায় ৪ টি মেট্রো শহরও রয়েছে।

   

ভারতের ৬ টি ব্যয়বহুল শহরের (Expensive Cities) তালিকা:

মুম্বাই (Mumbai):

Mumbai

মার্সারের ২০২৪ কাস্ট অফ লিভিং সার্ভে অনুযায়ী জীবন যাত্রার ক্ষেত্রে বিপুল খরচ এবং আকাশছোঁয়া বাড়ির দামের কারণে এই মুহূর্তে আরব সাগর পাড়ে অবস্থিত মুম্বাই আমাদের দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর।

দিল্লি (Delhi):

Delhi 3

এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষের প্রাণকেন্দ্র তথা দেশের রাজধানী দিল্লি। এখানকার বাসিন্দাদের জীবন যাপনের ক্ষেত্রে বিপুল খরচের কারণেই এটিও আমাদের দেশের অন্যতম একটি ব্যয়বহুল শহর তাছাড়া জনবসতির দিক দিয়েও এই শহরে দেশের অন্যান্য শহরে তুলনায় বেশি মানুষ বসবাস করেন

আরও পড়ুন: বর্ষাকালে ভালোবাসেন বেড়াতে? মিস করবেন না ভারতের এই ১১ টি ডেস্টিনেশন, গেলেই পয়সা হবে উশুল

ব্যাঙ্গালোর (Bangalore):

Bangalore

দেশের তৃতীয় ব্যয়বহুল শহরের স্থান দখল করে নিয়েছে ব্যাঙ্গালোর। ভারতের যা আমাদের দেশের ‘সিলিকন ভ্যালি’ নামেও পরিচিত। অন্যান্য শহরের তুলনায় এখানেই দেশের নানা প্রান্ত থেকে চাকরি করতে যান হাজার হাজার যুবক-যুবতী। তাই ব্যাঙ্গালোর দিনে দিনে অত্যন্ত আকর্ষণীয় শহর হয়ে উঠেছে। তাছাড়া এখানকার জীবনযাত্রার মান এবং ইকো সিস্টেমের কারণেও এই শহর অত্যন্ত ব্যয়বহুল একটি শহর হয়ে উঠেছে। এ

পুনে (Pune):

Pune

ভারতের অন্যতম ব্যাবহুল একটি শহর হল পুনে। শিল্প হোক কিংবা শিক্ষা কোন দিক দিয়েই পিছিয়ে নেই এই শহর। ইদানিং পুনে আমাদের দেশের অন্যতম জনপ্রিয় আইটি সেক্টরে পরিণত হয়েছে। সেইসাথে ক্রমশ উন্নত হয়ে উঠছে এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার মান।

কলকাতা (Kolkata):

Kolkata

জানলে অবাক হবেন আমাদের দেশের সবচেয়ে ব্যয়বহুলে শহর গুলি তালিকায় নাম রয়েছে কলকাতারও। এই তালিকায় কলকাতা বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। এখানকার ব্যাবহুল আবাসন এবং এখনকার মানুষদের উচ্চমানের জীবনযাত্রাই এই শহরকে দেশের অন্যতম ব্যয়বহুল শহর করে তুলেছে।

চেন্নাই (Chennai):

Chenneai

চেন্নাই আমাদের দেশের এমন একটি শহর যেখানকার শিক্ষা থেকে স্বাস্থ্য যে দিকেই তাকানো যায় সবদিকেই মিলবে উন্নত পরিষেবা। সেইসাথে দিনে দিনে এখানে বাড়ছে মানুষের জীবনযাত্রার খরচের পরিমাণ-ও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর