‘আলফা’ মেয়েদের বিশেষত্ব কি? কেন এরা ছেলেদের গোলাম বানিয়ে রাখে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) বক্স অফিস কাঁপানো সিনেমা ‘অ্যানিম্যাল’-র হাত ধরেই বারবার দর্শকদের সামনে উঠে এসেছে একটাই শব্দ তা হল ‘আলফা’ (Alpha)। এই সিনেমায় অভিনেতার রণবীর  কাপুর নিজেকে বারবার আলফা পুরুষ (Alpha) বলে দাবি করেছিলেন। সিনেমায় দেখানো হয়েছে এই আলফা (Alpha) পুরুষ এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে দারুণ আগ্রাসী মনোভাব কাজ করে।

আলফা (Alpha) মহিলাদের বিশেষত্ত্ব কি?

এই আলফা পুরুষ এমন একজন যিনি যে কোনো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। এছাড়াও আরও অনেক ধরনের পুরুষ রয়েছেন যারা আলফার মতো অতটাও আকর্ষণীয় নন। তবে এখানে বলে রাখি পৃথিবীতে শুধু আলফা পুরুষই নয় আলফা মহিলাাও রয়েছেন। এই মহিলারা  শুধু আকর্ষণীয় ব্যক্তিত্বেরই অধিকারী হন না। সেই সাথে তাঁরা  ব্যাপক আত্মবিশ্বাসীও হন।

এই আলফা প্রজাতির মহিলারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন এবং কোথায় কতটুকু আবেগ প্রকাশ করতে হবে তা সম্পর্কে তাদের নিখুঁত ধারণাও রয়েছে।  এই কারণে এদের ব্যক্তিত্বের ফ্যান হয় সবাই। অসামান্য ব্যক্তিত্বের অধিকারী এই আলফা শ্রেণীর মহিলারা ভীড়ের মধ্যে থাকলেও তাদেরকে সবাই আলাদা করে চিনতে পারেন।

শুধু তাই নয় আলফা মহিলারা যেকোনো সমস্যার সমাধান-ও  করতে পারেন। তাই এঁরা কখনও ঝুঁকি নিতে ভয় পান না।  এমনকি যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে তাঁরা  সমানভাবে মানিয়ে নিতে পারেন। আসলে কোনো পরিবর্তনকেই এই আলফা শ্রেণীর মহিলারা ভয় পান না। তাই বরাবরই এঁরা অদম্য সাহসী হয়ে থাকেন। গবেষণায় দেখা গিয়েছে এই আলফা শ্রেণীর মহিলাদের আই কিউ,ইকিউ, নেতৃত্ব এমনকি যৌন চাহিদাও বাকিদের থেকে বেশিই হয়।

আরও পড়ুন: ডিভোর্সের পর দ্বিতীয়বার বিয়ে করবেন সোনামণি? ব্যক্তি জীবন থেকে অভিনয় নিয়ে অকপট অভিনেত্রী

বলা হয়, আলফা মহিলারা নাকি পুরুষদের গোলাম বানিয়ে রাখেন। কিন্তু প্রশ্ন হল ভিড়ের মধ্যেও কিভাবে আলফা মহিলাদের চিনবেন? আসলে যে নারী মানুষের তথা সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে স্বাধীনভাবে আত্মবিশ্বাসের সাথে নিজের পেশাগত সাফল্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাঁরাই আলফা নারী হিসাবে পরিচিত। এই প্রজাতির নারীরা আত্মবিশ্বাসী, যুক্তিবাদী এবং স্বাধীনচেতা হয়ে থাকেন। তাই নিজের ক্ষমতা আর সীমাবদ্ধতা সম্পর্কে এদের খুবই স্পষ্ট ধারণা থাকে।

বন্ধুদের মধ্যেও আলফা শ্রেণীর মহিলারা মধ্যমণি হয়ে থাকেন। এঁরা সবার সাথে যেমন মিলেমিশে থাকতে পারেন তেমনি অসময়ে বন্ধুদের বিপদে ঝাঁপিয়েও পড়েন। সবার কাছেই এই আলফা প্রজাতির নারীদের মতামত ব্যাপক গুরুত্ব পায়। শুধু তাই নয়, এই শ্রেণীর মহিলারা সবসময়েই বুদ্ধিভিত্তিক কাজ করতে ভালোবাসেন।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X