বাংলা হান্ট ডেস্কঃ সমাজের সর্বস্তরের মানুষকে এক ছাতার তলায় আনতে এবার ইউনিভার্সাল পেনশন (Pension) স্কিম আনার পরিকল্পনা করছে কেন্দ্রের মোদী সরকার।সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, এই পেনশন স্কিমের সুবিধা পাওয়ার জন্য কোনো চাকরি করার দরকার হবে না।
আসছে কেন্দ্রের নতুন পেনশন (Pension) স্কিম
প্রসঙ্গত আমাদের দেশে এমন অনেকেই রয়েছেন যাঁরা চাকরি ছাড়াও কাজ করেন বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে। অনেকে আবার সম্পূর্ণ নিজের উদ্যোগে বিভিন্ন ক্ষুদ্র প্রতিষ্ঠান চালান। এবার এই সমস্ত ক্ষেত্রের মানুষকে পেনশন (Pension) প্রকল্পের আওতায় আনতেই এই নতুন স্কিম চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এরফলে একই পেনশন স্কিমের মাধ্যমে উপকৃত হবেন সমস্ত পেশার মানুষ।
কেন্দ্রীয় লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রক ইতিমধ্যেই এই ইউনিভার্সাল পেনশন (Pension) স্কিম সংক্রান্ত প্রস্তাব নিয়ে পরিকল্পনা করা শুরু করেছে। জানা যাচ্ছে, এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড (ইপিএফও) এই স্কিম ডেভেলপ করবে। নতুন এই স্কিম তৈরির প্রাথমিক কাজ শেষ হলেই, বিষয়টি নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে বলে খবর।
আরও পড়ুন: অভিষেককে চ্যালেঞ্জ! নিয়োগ মামলায় CBI চার্জশিট নিয়ে বিস্ফোরক শুভেন্দু
কারা পাবেন এই সুবিধা?
জানা যাচ্ছে, যাঁদের বয়স ১৮ বছরের বেশি তাঁরা এই স্কিমে পেনশনের জন্য টাকা জমা দিতে পারবেন। এছাড়া যে পরিমাণ টাকা জমা করা হবে, ভবিষ্যতে সেই পরিমাণ পেনশন মিলবে। এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে এই স্কিম চালু হলে দেশবাসীদের একটা বড় অংশ উপকৃত হবেন।
বর্তমানে আমাদের দেশে ন্যাশনাল পেনশন স্কিম (NPS), অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধন (PM-SYM), অটল পেনশন যোজনার মতো একাধিক পেনশন স্কিম চালু রয়েছে। তবে এই নতুন স্কিমের মাধ্যমে এই সমস্ত পেনশন স্কিমকে এক ছাতার তলায় আনা হবে বলে মনে করা হচ্ছে। তবে কী ভাবে তা হবে, নতুন পেনশন স্কিমে কী ধরনের সুবিধা মিলবে- এ নিয়ে কোনও তথ্যই এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।