বাংলা হান্ট ডেস্কঃ দেশের অর্থমন্ত্রীর কাছে লোকসভা নির্বাচনে লড়ার ‘পর্যাপ্ত টাকা’ নেই। সম্প্রতি এমনটাই দাবি করেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি জানান, বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে টিকিট দিতে চেয়েছিলেন। অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু থেকে তাঁকে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল দল। তবে অর্থমন্ত্রী তা ফিরিয়ে দেন। নির্মলা বলেন, ‘আমার বেতন ও সঞ্চয় অল্প’।
দেশের অর্থমন্ত্রীর (Finance Minister) এহেন মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে যায়। সেই সঙ্গেই চর্চা শুরু হয়ে যায় তাঁর সম্পত্তির পরিমাণ নিয়। নির্মলা রাজ্যসভার সাংসদ। ২০২২ সালে শেষবার জিতেছেন। সেই সময় নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামা অনুসারে, বিজেপি নেত্রী সম্পত্তি (Net Worth) ছিল ২,৬৩,৭৭,৮৬১ টাকা।
চমকের শেষ এখানেই নয়! সম্পত্তির নিরিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পিছনে ফেলে দেন নির্মলা। ২০১৯ সালে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামা অনুসারে মোদীর সম্পত্তির পরিমাণ ২,৫১,৩৬,১১৯ টাকা। অর্থাৎ সর্বশেষ সম্পত্তির হিসেবের নিরিখে যদি দেখা যায়, তাহলে প্রধানমন্ত্রীর থেকেও বেশি টাকার মালকিন অর্থমন্ত্রী। তাহলে তিনি কেন বলছেন নির্বাচনে (Lok Sabha Election) লড়ার মতো টাকা নেই?
আরও পড়ুনঃ সাতদিন ছুটি, ভোটের মধ্যেই বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! কবে কবে? রইল তালিকা
রাজনৈতিক বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল কমবেশি প্রত্যেকেই জানেন, কোনও প্রার্থীই নিজের সঞ্চিত টাকায় ভোটে লড়াই করেন না। দলের তরফ থেকেই সাধারণত তাঁর খরচ বহন করা হয়। বিজেপির মতো সর্বভারতীয় দলের ক্ষেত্রেও অন্যথা হয় না! কিন্তু তা সত্ত্বেও নির্মলা দাবি করছেন, তাঁর কাছে ভোটে লড়ার মতো অর্থ নেই!
তবে শুধুমাত্র ‘পর্যাপ্ত টাকা’ না থাকাই নয়, নির্মলা নির্বাচনে না দাঁড়ানোর আরও বেশ কিছু কারণ জানিয়েছেন। বিজেপি নেত্রী বলেন, ‘তামিলনাড়ু হোক বা অন্ধ্রপ্রদেশ, আমি যেখান থেকে দাঁড়াই না কেন, নির্বাচনে জেতার জন্য বেশ কিছু মাপকাঠি আছে। প্রশ্ন হচ্ছে, আমি কি সেখানকার ধর্ম অথবা গোষ্ঠীর মানুষ। আমি বলব, না। আমার মনে হয় না আমি ওটা (নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা) করতে পারব’।
অর্থমন্ত্রীর এই বক্তব্য ঘিরেই দেখা দিয়েছে একাধিক প্রশ্ন। রাজ্যসভার সাংসদ নির্মলা কি লোকসভা ভোটে দাঁড়াতে ‘ভয়’ পাচ্ছেন? দলের নেত্রীর ‘অর্থাভাবে’র কথা শুনেও কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সহায়তার কোনও প্রস্তাব আসেনি? দেখা দিয়েছে এমনই নানান প্রশ্ন।