বিশ্বের ১৯ তম ধনী গৌতম আদানি! কত বেতন পান? আম্বানীর থেকে বেশি নাকি কম?

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের অন্যতম স্বনামধন্য একজন কোটিপতি হলেন গৌতম আদানি (Goutam Adani)। বিপুল ঐশ্বর্যের মালিক এই ভারতীয় ধনকুবের গোটা পৃথিবীতে ২০ জন ধনীদের মধ্যে অন্যতম। বেতনের জন্যই সম্প্রতি আরও একবার শিরোনামে এসেছেন  তিনি। আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হিসেবে গৌতম আদানি যে বেতন পান তা শুনলে অবাক হবেন যে কেউ।

জানা যাচ্ছে গৌতম আদানির বেতন নাকি ভারতীয় ধনকুবের তথা রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানির (Mukesh Ambani) থেকে অনেকটাই কম। প্রসঙ্গত ভারতে ধনী ব্যক্তিদের  তালিকায় মুকেশ আম্বানির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। তাঁর  মোট সম্পত্তির পরিমাণ ৮৫০০ কোটি ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ কোটি টাকা।

সারা বিশ্বের নিরিখে ১৯ তম ধনী ব্যক্তি গৌতম আদানি। মোট সম্পত্তির নিরিখে ভারতে বেশ কয়েক বার তিনি টেক্কা দিয়েছেন মুকেশ আম্বানিকে। তবে বেতনের ক্ষেত্রে ছবিটা কিন্তু বেশ আলাদা। ২০০৯ সাল থেকে মুকেশ আম্বানি প্রতি মাসেই বেতন পান ১৫ কোটি টাকা। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে গৌতম আদানি পেয়েছেন ৯.২৬ কোটি টাকা।

আরও পড়ুন: IAS হতে না পেরে খুলেছেন নিজের ব্যাবসা! চা বিক্রি করেই বছরে ১৫০ কোটি আয়, অবাক করবে অনুভবের সাফল্যের কাহিনী

মূলত আদানি এন্টারপ্রাইস লিমিটেড (এইএল) এবং আদানি পোর্টজ় অ্যান্ড এসইজ়েড লিমিটেড (এপিএসইজ়েড) থেকেই ওই বেতন পান তিনি। এইএল থেকে গৌতম আদানি ২০২৩-২৪ অর্থবর্ষে বেতন পেয়েছেন ২.১৯ কোটি টাকা। আর ভাতা পেয়েছেন ২৭ লক্ষ টাকা। অর্থাৎ ওই সংস্থা থেকে মোট ২.৪৬ কোটি টাকা পেয়েছেন তিনি।

goutam adani

জানা যাচ্ছে গত বছরের থেকে তিন শতাংশ বেতন বেড়েছে তাঁর। যদিও ওই একই সংস্থা থেকে গৌতমের পরিবারের অন্যান্য সদস্যেরা কিন্তু তাঁর থেকেও বেশি বেতন পান। অনেকেই হয়তো জানেন না ভাই রাজেশ আদানি, ভাইপো প্রণব আদানির বেতন গৌতমের থেকে বেশি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর