পরিবারে কন্যা সন্তান জন্মালেই ২১০০ টাকা দিচ্ছে সরকার! জানুন কীভাবে পাবেন

বাংলা হান্ট ডেস্ক : নতুন প্রজন্মই হল দেশের ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎকে উজ্জ্বল করতে একাধিক পরিকল্পনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। তা সত্বেও এমন অনেক পরিবার আছে যারা পরিবারে মেয়ে জন্ম নিলে অখুশি হয়। সমাজের এই ধারণা বদলানোর জন্যই সরকার একটি নতুন প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পটির নাম, ‘ আপনার মেয়ে আমাদের মেয়ে’ (আপকি বেটি, হামারি বেটি) (Aap Ki Beti Hamari Beti)।

কন্যা সন্তানের সংখ্যা বাড়ানোর জন্য এবং লিঙ্গসমতা আনার জন্য এই পরিকল্পনা এনেছে হরিয়ানা রাজ্য সরকার। আসলে হরিয়ানায় কন্যা ভ্রুণ হত্যার সংখ্যা রেকর্ড হারে বেশি। তবে বিষয়টা যে একেবারেই অনৈতিক তা সকলেই জানেন। এই ঘটনায় রাশ টানতেই হরিয়ানার মহিলা এবং বাল বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এখন আমাদের গণতন্ত্র এত শক্তিশালী হয়েছে যে কন্যারাও কোনো বৈষম্য ছাড়াই প্রশাসন থেকে সেনাবাহিনী পর্যন্ত দেশের সেবা করছে। তাই যুগ বদলের সাথে সাথে সমাজে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলানো প্রয়োজন। এই কারণে সরকারের তরফ থেকেও এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ এবং সমাজের পিছিয়ে পড়া জাতিগুলির পরিবারে কন্যা সন্তান জন্ম নিলেই ২১ হাজার টাকা দেওয়া হবে।

যদিও টাকাটি সরাসরি হাতে দেওয়া হবেনা। সেই মেয়ের ১৮ বছর বয়স সম্পূর্ণ হলে ব্যাঙ্ক থেকে টাকাটি তুলে নিতে পারবেন। ২০১৫ সালের পর যে সমস্ত কন্যা সন্তানের জন্ম হয়েছে তারা সকলেই এই সুবিধা ভোগ করতে পারবেন। এই যোজনার সুবিধা পেতে হলে সন্তানের বাবা মাকে অবশ্যই হরিয়ানার স্থায়ী নিবাসী হতে হবে।

purple creative international day of the girl child instagram post.png

উল্লেখ্য, এটার জন্য প্রথমে যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে‌। সেখানে গিয়ে লগ ইন করতে হবে। সেখানে স্কিম ফর চাইল্ডের একটি অপশন পাবেন। সেটার উপরে ক্লিক করলে ‘আপকি বেটি হামারা বেটি’ পরিকল্পনার অপশন দেখাবে। এই অপশনে ক্লিক করার পর এই যোজনা সম্পর্কিত ফর্মটি খুলে যাবে। কন্যার নাম থেকে শুরু করে যাবতীয় নথি দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর