বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরের শেষের দিকেই বাজারে আসবে আইফোন 15 সিরিজ (iPhone 15 Series)। জানা যাচ্ছে, এই সিরিজের মোট 4 টি মোবাইল বেচবে অ্যাপেল। যদিও প্রথমটা শোনা যাচ্ছিল, চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ লঞ্চ করবে এই ফোনটি। তবে এখন টেক রিপোর্ট দাবি করছে, নতুন সিরিজের লঞ্চ তারিখটা খানিকটা পিছিয়ে যাবে। জানা যাচ্ছে আসন্ন অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই স্মার্টফোন বাজারে হিট করবে।
আইফোন লাভারদের মধ্যে এই জল্পনা যখন তুঙ্গে তখনই ফাঁস হল আরেক তথ্য। মোবাইল লঞ্চ হওয়ার আগেই বাজারে ফাঁস হল আইফোন 15 সিরিজের দাম। তার আগে জানিয়ে রাখি, এই সিরিজের অধীনে আসবে 4 টি স্মার্টফোন। ফোনগুলি যথাক্রমে, আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স। শেষ দুটি মডেলের দাম শুনে চোখ কপালে উঠতে পারে।
ম্যাকরুমর্স-এর রিপোর্ট অনুসারে, প্রো এবং প্রো ম্যাক্স ভেরিয়েন্টের দামে রয়েছে ব্যাপক চমক। আইফোন 15 প্রো ম্যাক্স যা এই সিরিজের টপ-এন্ড ভেরিয়েন্ট তার দাম হতে পারে 1,299 ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায়, 1,39,900 টাকা। এদিকে আইফোন 15 কিনতে হলে খরচ হবে প্রায় 1099 মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটিও কম নয়।
ওদিকে আইফোন 15 প্লাসের দাম থাকতে পারে 899 ডলার এবং ভারতে এই ফোনটির দাম হবে 73,700 টাকা। এবং আইফোন 15 সিরিজের সবচেয়ে বেস মডেল হল আইফোন 15। এই ফোনটি কেনার জন্য আপনাকে খরচ করতে হবে 799 মার্কিন ডলার। ভারতে এই ফোনটি আপনি কিনতে পারবেন, 65,900 টাকা।