বাংলা হান্ট ডেস্কঃ পূর্বাভাসকে সত্যি করে বৃহস্পতিবার থেকেই পাল্টে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)। সকাল থেকেই উধাও সূর্যের প্রখর তেজ। আজ সকাল থেকেই রাজ্যজুড়ে মোটের ওপর বজায় রয়েছে মনোরম আবহাওয়া। যা বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকেও অব্যাহত। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গে আগমন ঘটবে কালবৈশাখীর! তাই এবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি। সঙ্গে দোসর হবে দমকা হাওয়া। জানা যাচ্ছে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে জেলায় জেলায়। কিছু কিছু জেলায় শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, রবিবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আবহাওয়া বিজ্ঞানীদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢোকার কারণেই রাজ্যজুড়ে কালবৈশাখীর অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে। জানা যাচ্ছে, ঝোড়ো হাওয়ার কারণে দুর্যোগ পূর্ণ আবহাওয়া থাকায় এই ক’দিন সমুদ্র উত্তাল হতে পারে। তাই সতর্কবার্তা জারি করে উপকূলের মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অন্যতম দুই মেদিনীপুর,হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। হতে পারে শিলাবৃষ্টিও। জানা যাচ্ছে তুমুল ঝড়-বৃষ্টির সাথেই ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের তরফে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও জারি রয়েছে হলুদ সতর্কতা। জানা যাচ্ছে, আজ কলকাতায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! কিছুক্ষণেই কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হবে এই সব জেলা, আবহাওয়ার বড় খবর
আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ব্যাপক ঝড়বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওই দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে। তাই আগামীকালের জন্য রাজ্যবাসীকে সতর্ক করতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে।
অন্যদিকে উত্তরবঙ্গে শীত বিদায়ের পর এবার গ্রীষ্মের আগমনের পালা। দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলা গুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে জানা যাচ্ছে আজ উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে হাওয়া অফিস সূত্রে খবর আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আবহাওয়ার আগাম আপডেট থেকে জানা যাচ্ছে, শুক্রবার এবং শনিবার পাহাড়ের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দু’দিন উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে। এছাড়াও ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।