বাংলা হান্ট ডেস্কঃ শীত বিদায়ের সাথে সাথেই দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে আবহাওয়া এসেছে আমূল পরিবর্তন। হুড়মুড়িয়ে এক ধাক্কায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছিল ক’দিন আগেই। তারপর আচমকা ঝড়-বৃষ্টিতে বদলে গিয়েছে গোটা রাজ্যের আবহাওয়া। বৃহস্পতিবারের বৃষ্টির পর শনিবার আবার বৃষ্টিতে ভিজলো রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল অর্থাৎ রবিবারের ছুটির দিনেও একই রকম থাকবে আবহাওয়া।
কেমন থাকবে আগামীকালের আবহাওয়ার খবর (South Bengal Weather)?
পূর্বাভাস মিলছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। তুমুল ঝড়বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই সাথে বাইরে বইবে দমকা হাওয়া। অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড়-বৃষ্টির মধ্যেই দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
কলকাতায় (South Bengal Weather) আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল অর্থাৎ রবিবারেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ কখনেও আংশিক মেঘলা, আবার কখনেও পুরোপুরি মেঘলা থাকতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দোসর হবে শিলাবৃষ্টি।
আরও পড়ুন: আকাশ কালো, আজ বিকেলের পরেই আবহাওয়ায় বিরাট বদল, ১০ জেলায় কমলা সতর্কতা!
আগামীকাল ঝড়বৃষ্টির সাথেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। রবিবার একই আবহাওয়া বিরাজ করবে হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে কলকাতা, হাওড়া,হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। তবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানা যাচ্ছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ-সহ সবকটি জেলাতেই হালকা-থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বরং স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।