বাংলা হান্ট ডেস্কঃ শীত বিদায়ের পর অকালে শুরু হয়েছে গ্রীষ্মকাল। টাকফাটা গরমে এপ্রিল থেকেই ঘাম ঝরছে রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনো কোনো জেলায় এখন থেকেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার জোগাড়। কোথাও কোথাও সতর্কতা জারি হয়েছে তাপপ্রবাহের। তবে এবার এপ্রিল মাস পড়তে না পড়তেই এলো দারুন সুখবর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হবে দু’দুটি নিম্নচাপ। যার প্রভাবে একটি নিম্নচাপ পরিবর্তিত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে আগামী দিনে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপর কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না। তবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।
কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (South Bengal Weather)?
আবহাওয়ার এই খামখেয়ালিপনার মধ্যেই জারি হয়েছে বৃষ্টির পূর্বাভাস। জানা যাচ্ছে, আগামী কয়েক দিন টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যদিও তারপর আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আবহাওয়ার এই মুড সুইংয়ের সাথেই বিরাট বদল আসছে তাপমাত্রাতেও। জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। সেইসাথে লাগাতার ওঠানামা করবে তাপমাত্রার পারদ।
আরও পড়ুন: মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ কোন কোন জেলা ভিজবে? এক নজরে আবহাওয়ার খবর
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান। ঝড় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। যার ফলে এক ধাক্কায় তাপমাত্রায় পরিবর্তন আসবে বেশ খানিকটা। তবে জানা যাচ্ছে মুষলধারায় বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণের একাধিক জেলা।
দক্ষিণবঙ্গবাসীকে গরমের হাত থেকে নিস্তার দিতে বৃষ্টির আগমন ঘটলেও, আপাতত উত্তরের জেলাগুলিতে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। তবে আগামীদিনে উত্তরে জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি এবং মালদা জেলায়। সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী সপ্তাহ থেকেই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই। সঙ্গে থাকবে দমকা হাওয়ার দাপট।