কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরেই আছে ‘বাংলার অক্সফোর্ড’! চমকে দেবে নাম

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা (Kolkata) মানেই শিল্প-শিক্ষা-সংস্কৃতি এবং পুরনো ঐতিহ্যের মেলবন্ধন। তাই বরাবরই আমাদের দেশের শিক্ষা সংস্কৃতির পীঠস্থান হিসাবেই পরিচিত এই  শহর। বছরের পর বছর ধরে বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছে আমাদের এই প্রিয় শহর। আজও বাংলা (West Bengal) জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অনেক ইতিহাস যার খবর রাখে না কেউ।

‘পশ্চিমবঙ্গের অক্সফোর্ড’ নামে (West Bengals Oxford) পরিচিত কোন শহর?

তাই জানলে হয়তো অনেকেই অবাক হবেন এই বাংলাতেই রয়েছে এমন এক শহর যা ‘পশ্চিমবঙ্গের অক্সফোর্ড’ নামে (West Bengals Oxford) পরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও লীলাক্ষেত্রর জন্য বিখ্যাত এই শহরটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত। হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে কথা হচ্ছে নবদ্বীপ (Nabadwip) নিয়ে। এখন এই শহরটি পুরসভা এলাকা হলেও অতীতে বাংলার সেন রাজাদের আমলে (১১৫৯ – ১২০৬) এই শহরটিই ছিল বাংলার প্রাচীন রাজধানী।

ঐতিহাসিক দিক দিয়েও নবদ্বীপ নানা ভাবে গুরুত্বপূর্ণ। তাই বাংলার ইতিহাস ঘাঁটলে জানা যাবে রাজা লক্ষণ সেনের পর ১২০২ সালে বখতিয়ার খলজি যখন এই জনপদ জয় করে বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করেছিলেন সেই সময় থেকে এই শহর ছিল বিদ্যালাভের পীঠস্থান। পরবর্তীতে এই শহরকেই বলা হত ‘বাংলার অক্সফোর্ড’ (West Bengals Oxford) ।

এই শহরে মোট ১৮টি হাই স্কুল আছে। যার মধ্যে অন্যতম নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়, নবদ্বীপ হিন্দু স্কুল, নবদ্বীপ শিক্ষা মন্দির, আর. সি. বি. সারস্বত মন্দির। এছাড়াও বলতে হয় জাতীয় বিদ্যালয়, তারাসুন্দরী বালিকা (উচ্চ) বিদ্যালয়, নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের কথাও। এছাড়াও এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে নবদ্বীপ বিদ্যাসাগর মহাবিদ্যালয়ও আছে।

আরও পড়ুন: মাছে-ভাতে বাঙালি বুদ্ধবাবুর পছন্দের খাবার কি জানেন? যার সামনে ফেল মাংস-ভাত-ও

অতীতে এই শহরে বহুবার বৈদেশিক আক্রমণ হয়েছে। যার ফলে বিভিন্ন শাসকদের শাসনকালে ভাষান্তরের জন্য নবদ্বীপ, ‘নূদীয়া’ ‘নওদিয়া’বা ‘নদীয়াহ’ হয়েছে। এপ্রসঙ্গে রজনীকান্ত চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন, ‘মিনহাজউদ্দিন সিরাজির গ্রন্থে নবদ্বীপকে নওদিয়ার বলা হইয়াছে। নওদিয়ার শব্দে নূতন দেশ।’ নূতন দেশ বলতে এখানে গঙ্গাবিধৌত পলিসঞ্জাত নূতন দ্বীপের্ কথা বলা হয়েছে।

Nabadwip

২০১১ সালের আদমশুমারি বলছে এই শহরের মোট জনসংখ্যা ১,৭৫,৪৭৪ জন। তাঁদের মধ্যে পুরুষ রয়েছেন ৫১.৭৫% এবং নারী রয়েছেন ৪৮.২৫%। জানা গিয়েছে, এই শহরের জনসংখ্যার মোট ৭.৪৪% এরই বয়স ৬ বছর বা তার কম। জানলে অবাক হবেন বাংলার অক্সফোর্ড (West Bengals Oxford) বলে পরিচিত এই শহরে মোট সাক্ষরতার হার ৮৭.৫৭%।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর