‘আল্লাহ তৈরি করেছেন, উনিই ঠিক করবেন”, অর্থনৈতিক মন্দা নিয়ে মন্তব্য পাকিস্তানি অর্থমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ দিন ধরেই বেহাল পাকিস্তানের (Pakistan) অর্থনীতি। এই পরিস্থিতিতে পাকিস্তানকে রক্ষা করার ভার ঈশ্বরের উপরই চাপিয়ে দিলেন সে দেশের অর্থমন্ত্রী। তিনি জানালেন, পাকিস্তানের উন্নয়নের পিছনে রয়েছেন ‘আল্লাহ’। তাই এই সঙ্কটের সময় এবার তিনিই রক্ষা করবেন দেশকে।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার এদিন বলেন, ‘পাকিস্তানের উন্নয়ন এবং সমৃদ্ধির সমস্ত দায় আল্লাহর। যদি আল্লাহ পাকিস্তান তৈরি করতে পারেন, তা হলে তিনি তা রক্ষাও করতে পারবেন। দেশের উন্নয়ন এবং সমৃদ্ধি ঘটাতে তিনিই।’ অতিমারির সময় থেকেই পাকিস্তানের অর্থনীতিতে সঙ্কট দেখা দিয়েছে। গত বছর বন্যায় বিপুল ক্ষতির মুখে পড়েছে প্রতিবেশী দেশ। ২০২৩ সালের জানুয়ারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্তর্জাতিক স্তরে সাহায্য প্রার্থনা করেন। তাঁর দাবি, বন্যায় যে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে গেলে ৩০০০ কোটি ডলার প্রয়োজন।

pakistan

পাকিস্তানের অর্থমন্ত্রী এই পরিস্থিতির জন্য সরাসরি আগের সরকারকেই দায়ী করেন। তাঁর দাবি, ইমরান খানের সরকারের দুর্নীতির জেরেই দেশের অর্থনীতি আজ সঙ্কটের মুখে। তিনি আরও দাবি করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, তথা শাহবাজের দাদা নওয়াজ শরিফের আমলে পাকিস্তানের অর্থনীতি যথেষ্ট সমৃদ্ধশালী ছিল। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন নওয়াজ। তাঁর অভিযোগ, নওয়াজ ক্ষমতা থেকে সরার পরেই ‘লাইনচ্যুত’ হয়েছে পাকিস্তানের অর্থনীতি। তাঁর কথায়, ‘‘গত ৫ বছরে দেশের কী দুরবস্থা হয়েছে, তা দেখেছেন নাগরিকেরা।’’ এ বার সেই পরিস্থিতি থেকে দেশকে টেনে তোলার জন্য ঈশ্বরের উপরই আস্থা রাখছেন তিনি।

দেশের অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। সেই কমিটি ব্যয়সঙ্কোচের পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেত্রে সরকারি বরাদ্দ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর