‘ভুল তথ্য দিয়ে কোরানের উপর ছবি বানান, দেখবেন কী হবে!” আদিপুরুষ নিয়ে বিস্ফোরক এলাহাবাদ হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ‘আদিপুরুষ’ (Adipurush) এর। এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হোক এই দাবি তুলে এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High court) দায়ের হয়েছিল মামলা। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। এদিন শুনানি চলাকালীন বিচারপতি রাজেশ সিং চৌহান এবং প্রকাশ সিংয়ের বেঞ্চ চলচ্চিত্র নির্মাতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। সাফ জানিয়ে দেওয়া হয়, ধর্মীয় গ্রন্থের ওপর কোন ছবি বানাতে পারবেন না নির্মাতারা।

মঙ্গলবারের পর ফের বুধবার ছিল শুনানি। এদিন আরও একবার ‘আদিপুরুষ’ নির্মাতাদের তুলোধোনা করেন বিচারপতি রাজেশ সিং চৌহান। এদিন বিচারপতি বলেন, ‘এই ছবিতে কুরুচিপূর্ণ এবং নিম্নমানের সংলাপ ব্যবহার করা হয়েছে। চরিত্রগুলি ফুটিয়ে তোলার ক্ষেত্রেও সফলতা আনতে পারেননি নির্মাতারা’।

Adipurush

বিচারপতির সংযোজন, ‘ধর্মীয় কোনরকম গ্রন্থের ওপর সিনেমা বানানো উচিত নয় আপনাদের। আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি কোন ধর্মকে স্পর্শ করবে এমন সিনেমা তৈরি করা চলবে না। কোনভাবেই কোন ধর্মকে ভুল ভাবে তুলে ধরা চলবেনা সাধারণের সামনে’।

বিচারপতির হুঁশিয়ার, ‘যদি আপনাদের ক্ষমতা থেকে থাকে তাহলে ভুল তথ্য দিয়ে কোরানের ওপর তথ্যচিত্র তৈরি করুন। তারপরেই দেখব আপনাদের অবস্থাটা ঠিক কেমন হয়। নির্মাতারা কেবলমাত্র পকেট ভর্তি করার জন্য ভুলভাল তথ্য দিয়ে সিনেমা তৈরি করছেন। কোন ধর্মের মানুষকে আঘাত করা হবে এমন কোন কিছু তৈরি করা চলবে না। আগামীতে আর কোনভাবে কোন ধর্মকে নিয়ে তৈরি করা যাবে না সিনেমা’।

তবে কেবলমাত্র ছবি নির্মাতাদেরই নয় বুধবারের শুনানিতে সেন্সর বোর্ডকেও এক হাত নেয় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজেশ সিং চৌহান। বিচারপতির কথায়, ‘আমি তো এটাই বুঝতে পারছি না যে কিভাবে এই ছবি মুক্তির ছাড়পত্র দিলেন সেন্সর বোর্ড। এত সমালোচনার পরেও কেন আমরা চুপ করে থাকি। আসলে হিন্দু ধর্মের মানুষ অত্যধিক সহিষ্ণু। আর সে কারণেই নির্মাতারা এ ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাতে সাহস পান’।

additiya

সম্পর্কিত খবর