চাকরি ও লোন দেওয়ার নাম করে মোটা টাকা আত্মসাৎ! TMC নেতাকে ক্লাবে আটকে পেটাল তৃণমূল কর্মীরাই

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের (Trinamool Congress) সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমানের বিরুদ্ধে গুরুতর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। সেই অভিযোগে তাকে ক্লাব ঘরের মধ্যে আটক করে রাখলো তার দলেরই কর্মী – সমর্থকদের একাংশ। জানা গিয়েছে, তৃণমূল কর্মী-সমর্থকরা মশিউরকে মারধরও করেন। মালদার তুলসিহাটা এলাকায় এই ঘটনাটি ঘিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তৃণমূল নেতা মশিউর রহমান মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বরুই গ্রাম পঞ্চায়েতের মিঠাপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে মশিউর রহমান এলাকার বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছেন। কোন ছাত্র-ছাত্রীকে দিয়েছেন চাকরির প্রতিশ্রুতি, আবার কাউকে দিয়েছেন লোন করিয়ে দেওয়ার আশ্বাস।

এই ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই মালদা জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক মতবিরোধ। বিজেপির জেলা সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল জানিয়েছেন, “মশিউর রহমান তৃণমূলের সাথে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত। পাশাপাশি তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদকও বটে। এর আগেও বহু সাধারণ মানুষের তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। কিন্তু এবার তার দলের লোকেরাই প্রতারিত হয়েছেন। যারা টাকা দিয়েছেন তারাও তৃণমূলের সাথে যুক্ত, অন্যদিকে যিনি টাকা নিয়েছেন তিনিও তৃণমূল।”

jpg 20221013 125834 0000 1

জানা গেছে, মশিউরকে যারা চাকরি ও লোন পাইয়ে দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন বেশ কিছু তৃণমূল কর্মীও। সকলেরই অভিযোগ, টাকা দেওয়ার পরও তাদের কোন কাজ হয়নি। এরপর বহুবার প্রতারিতরা মশিউরকে ফোন করলেও ফোনে পাননি বলে অভিযোগ। অন্যদিকে, হরিশচন্দ্রপুর ১ বি তৃণমূল ব্লক সভাপতি মানিক দাসের বক্তব্য, “এই বিষয়টি নিয়ে আমরা জানার চেষ্টা করবো।কেউ খারাপ কাজ করলে দল তার পাশে থাকবে না।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর