বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়িতে হামলার অভিযোগকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। ঘটনার পর থেকেই বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। শুধু রাজ্যেই নয়, এই ঘটনার রেশ পৌঁছে গিয়েছে দিল্লিতেও। শুভেন্দুর গাড়িতে ‘হামলা’-র ঘটনায় রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
কী ঘটেছে শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে?
ঘটনাটি ঘটে শনিবার। পুরুলিয়ায় একটি কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি যাওয়ার সময় রাস্তার এক পাশে বিজেপি কর্মী-সমর্থকরা দাঁড়িয়েছিলেন। রাস্তার উল্টো দিকে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন।অভিযোগ, শুভেন্দুর গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয়। বিরোধী দলনেতার দাবি, ১২ থেকে ১৫ জন তাঁর গাড়িতে হামলা করেছে। শুভেন্দুর আরও অভিযোগ, পুলিশের মদতেই এই হামলা হয়েছে। এমনকি হামলাকারীদের কাছে পেট্রল ও ডিজেল ছিল বলেও তিনি দাবি করেন।
ঘটনার পরই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোজা চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে পৌঁছে যান। সেখানে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। আইসির ঘরের মেঝেতে বসে পড়েন বিরোধী দলনেতা। শুভেন্দু স্পষ্ট জানান, যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেফতার না করা হবে, ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।
এই ঘটনা ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তৃণমূলকে নিশানা করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন থেকে হারিয়েছেন, সেদিন থেকেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর হামলা চলছে।” পাল্টা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী দাবি করেন, শুভেন্দুর গাড়িতে কোনও হামলাই হয়নি। তাঁর বক্তব্য, “জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। সেই স্লোগানও সামলাতে পারেননি তিনি।” এদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়ে লেখেন, “চন্দ্রকোনায় ভুল করে বিজেপি কর্মীদেরই পেটালে কেন, কেন্দ্রীয় বাহিনী জবাব দাও।”
অন্যদিকে, শুভেন্দুর (Suvendu Adhikari) গাড়িতে ‘হামলা’-র অভিযোগের প্রতিবাদে রাত থেকেই জেলায় জেলায় বিক্ষোভে নামে বিজেপি। বাঁকুড়ার লালবাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানার নেতৃত্বে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার সামনেও বিজেপি কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখান। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় বিভিন্ন জায়গায়।

আরও পড়ুনঃ আইপ্যাক-কাণ্ডে বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে দাখিল ক্যাভিয়েট, পাল্টা চাপ বাড়াল ED
এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিরোধী দলনেতার (Suvendu Adhikari) অফিসের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ঘটনার রিপোর্ট চাওয়া হয়। সমস্ত ভিডিয়ো ফুটেজ পাঠানো হচ্ছে বলে জানা গেছে। সেই ফুটেজ খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।












