Ekchokho.com 🇮🇳

সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, কার্তিকের পরিণতিও সুশান্তের মতো হবে! বিষ্ফোরক দাবি বলিউডে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে এর আগেও মুখ খুলেছেন অনেকে। বিশেষ করে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে আরোই চর্চায় উঠে এসেছে ইন্ডাস্ট্রির বিভিন্ন ষড়যন্ত্র, চক্রান্ত। এবার এই প্রসঙ্গেই চর্চার কেন্দ্রে উঠে এলেন বলিউডের আরেক অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। বহিরাগত হয়েও ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। এবার নাকি তাঁর পরিণতিও হবে সুশান্তের মতো! সম্প্রতি কার্তিককে নিয়ে এমনই ভয়াবহ আশঙ্কার কথা প্রকাশ করলেন অমল মালিক।

সুশান্তের মতোই হাল হবে কার্তিকের (Kartik Aaryan)?

বলিউডের আসল রূপ ফাঁস করে অমল এক সাক্ষাৎকারে বলেন, এই ইন্ডাস্ট্রির আসল রূপ এখন অনেকের কাছেই স্পষ্ট। সুশান্ত এই অন্ধকার জগৎটাকে সামলাতে পারেননি। কেউ বলে তিনি আত্মঘাতী হয়েছেন, কেউ বলে খুন করা হয়েছে তাঁকে। অমলের কথায়, এই জগতের জন্য সুশান্তের মনে প্রভাব পড়েছিল। কিছু লোকজন ওর মনোবল ভেঙে দিয়েছিল।

Allegation of Plotting against kartik aaryan in bollywood

কী জানালেন অমল: অমল আরও দাবি করেন, বলিউডের বড় প্রযোজকরা নাকি সুশান্তকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর তাঁরা এখন সবকিছু হারাচ্ছেন। এরপরেই অমল বিস্ফোরক অভিযোগ করেন, এই একই জিনিস এখন কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সঙ্গে করার চেষ্টা করা হচ্ছে। তিনিও দীর্ঘ পথ পেরিয়ে নিজের যোগ্যতায় এতদূর এসেছেন। তাই তাঁকেও সরানোর ষড়যন্ত্র হচ্ছে।

আরো পড়ুন : ‘বস না তোকে একটু…’, কী চলত ‘কুখ্যাত’ ইউনিয়ন রুমে? ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

কাদের দিকে অভিযোগ: অমল আরও দাবি করেছেন, ইন্ডাস্ট্রির তাবড় প্রযোজক, অভিনেতারা নাকি যুক্ত রয়েছেন এর মধ্যে। কার্তিকও (Kartik Aaryan) বহিরাগত হয়েও ইন্ডাস্ট্রিতে প্রথম সারিতে উঠে এসেছেন। বেশ কিছু সুপারহিট ছবিও উপহার দিয়েছেন। তাই নাকি তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন অমল।

আরো পড়ুন : শ্রীনগরে মহরমের শোভাযাত্রায় দেখা গেল ইরান-হেজবোল্লার পতাকা! ফের “সন্ত্রাসবাদ”-এর ছায়া উপত্যকায়?

প্রসঙ্গত, সুশান্ত মামলায় কয়েক মাস আগেই চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। খুন নয়, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা, এমনটাই রিপোর্টে জানিয়েছে সিবিআই।