আছে দু দেশেরই নাগরিকত্ব, ভোট এলেই ভারতে আর মিটলেই বাংলাদেশে! ধূপগুড়িতে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে (Dhupguri) উপ নির্বাচন। সেই নিয়েই চলছে তোড়জোড়। প্রসঙ্গত, গত ২৫ জুলাই হার্টের সমস্যা জনিত কারণে প্রয়াত হয়েছেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির (Dhupguri) বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় (BJP MLA Bishnupada Roy)। বিধায়কের মৃত্যুতে এই কেন্দ্রে উপ নির্বাচন (By Election) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

৫ সেপ্টেম্বর হবে ভোট, আর ৮ সেপ্টেম্বর ফল প্রকাশ। ইতিমধ্যেই উপনির্বাচনে জন্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে উঠে এলো এক রহস্যময় ঘটনার অভিযোগ। ভোটের দামামা বাঁচতেই ভারতবর্ষে আবার ভোট পেরোতেই বাংলাদেশে। এও সম্ভব?

এদিন ধুপগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে দু’দেশের নাগরিকত্বের (Citizenship of two countries) অভিযোগ তুলল ধুপগুড়ি পৌরসভার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। উপনির্বাচনের মুখে এহেন অভিযোগে শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: বিকেলের পর থেকেই টানা রেকর্ড ঝড়-বৃষ্টি! কলকাতা সহ ১১ জেলায় চলবে তাণ্ডব, জারি লাল সতর্কতা

স্থানীয়দের ঠিক কী অভিযোগ? ধুপগুড়ি পুরসভার ১৫ নাম্বার ওয়ার্ডের দুই নাম্বার ব্রিজ এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র পাল, হৃদয় দত্ত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দু’দেশের নাগরিকত্বের অভিযোগ ওঠে । স্থানীয়দের কথায়, নেপাল চন্দ্র পাল ও তার স্ত্রী বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় ধুপগুড়িতে এসে ভোট দিয়ে আবার বাংলাদেশে চলে যায়। ভোটের সময় ছাড়া তারা কয়েক বছর বাংলাদেশে থাকে।

আরও পড়ুন: হাইকোর্টে শুভেন্দুর ‘বিরাট’ জয়! বিচারপতি সেনগুপ্তর নির্দেশে ঘুম উড়লো তৃণমূলের

শুধুই তাই নয় পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে তারা বেপাত্তা থাকে। প্রতিবেশীরা কিছু জিজ্ঞাসা করতে গেলেই তাদের সঙ্গে বসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত ব্যক্তিরা। এই বিষয়ে ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর, ননিগোপাল সরকার বলেন, ১৫ নম্বর ওয়ার্ডে একাধিক ব্যক্তির ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই নাগরিকত্ব রয়েছে। গোটা বছর বাংলাদেশেই থাকে। শুধুমাত্র লোকসভা ও বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে এসে ভোট দিয়েই ফের বেপাত্তা। বাংলাদেশে চলে যায়।

vote
ননী গোপাল বাবু আরো বলেন, ওই এলাকাতেই প্রচুর জমি জমাও কিনে রেখেছে অভিযুক্তরা। বারংবার বিভিন্ন মহলে জানিও কোন লাভ হয়নি। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই মানতে নারাজ অভিযুক্ত নেপালচন্দ্র পাল। দু দেশের নাগরিকত্বের কথা অস্বীকার করে তিনি বলেন, এলাকাবাসী কি কারনে তার বিরুদ্ধে এমন অভিযোগ করছে তা তিনি জানেন না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর