সৌদি আরবে থেকেও তৃণমূলের মনোনয়ন দাখিলের অভিযোগ! তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ বামেরা

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Election) নিয়ে রাজ্য জুড়ে হাজারো কাণ্ড। মনোনয়ন পর্বের শুরু থেকেই একাধিক জায়গায় অশান্তি। ভোটের আগেই ভোটের বলি বহু। একদিকে আদালতে মামলা। অন্যদিকে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভে বিরোধীরা।

এরই মধ্যে বিদেশে বসে প্রার্থী দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের (Trinamool Congress) বিরুদ্ধে। মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর বিদেশে বসে মনোনয়ন (Nomination) দাখিলের অভিযোগ সামনে এল।

এই নিয়ে এবার আদালতের দ্বারস্থ সিপিএম। কিভাবে ভিন দেশ সৌদি আরবে বসেই এদেশে মনোনয়ন জমা দিলেন তৃণমূল (TMC) প্রার্থী মইনুদ্দিন গাজি? এই নিয়েই হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিন্হার (Justice Amrita Sinha) এজলাসে মামলা করা হয়েছে। আজই সেই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

অভিযোগ, ভোটের বিজ্ঞপ্তি জারির আগের দিনই দেশ ছাড়েন উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি। হজ কমিটির তথ্যে উল্লেখ রয়েছে, ‘গত ৪ জুন সৌদি আরবে যান মইনুদ্দিন গাজি, ফিরবেন ১৬ জুলাই’। ভিন দেশে থেকেও কিভাবে সশরীরে মনোনয়ন জমা করলেন মইনুদ্দিন!

tmc cpm 1

মামলাকারীর অভিযোগ কারচুপি করে বিডিওর যোগসাজশেই বিদেশে থেকেও মনোনয়ন জমা করেছে ওই তৃণমূল প্রার্থী। এই বিস্ফোরক অভিযোগ করেই বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে মামলা দায়ের করেছে সিপিএম। পাশাপাশি কোনও স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আবেদনও জানিয়েছেন তারা।

.

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর